বিএনপি আবারও তারেকের নির্দেশে ২০১৩-১৪ সালের মতো সন্ত্রাস শুরু করেছে : জয়

সজীব ওয়াজেদ জয়
সজীব ওয়াজেদ জয়  © ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, বিএনপির নেতাকর্মীরা আবারও বিদেশে পলাতক ও দণ্ডিত তারেক রহমানের নির্দেশে ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালের মতো সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে। জয় তাঁর ভেরিফাইড ফেসবুকে সোমবার (৩১ ‍জুলাই) এক স্ট্যাটাসে বলেন, ‘তারেক জিয়ার নির্দেশে আবারও ২০১৩, ২০১৪, ২০১৫ সালের মতোই সন্ত্রাসী কাজে নিয়োজিত হলো বিএনপির নেতা-কর্মীরা।’

সজীব ওয়াজেদ জয় বলেন, ‘২০১৪ সালের জাতীয় নির্বাচন বানচাল করতে বিএনপির সশস্ত্র নেতাকর্মীরা যেভাবে সরকারি যানবাহন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলা চালিয়েছিল, ঠিক তেমনিভাবে বিএনপি-জামায়াতচক্র আবারও সহিংসতা শুরু করেছে।’

জয় আরও বলেন, ঢাকা মহানগরীর প্রধান প্রবেশ পথগুলোতে বিএনপির শনিবারের অবস্থান কর্মসূচি সংঘাত ও সহিংসতায় রূপ নেয়, যাতে অসংখ্য মানুষ ও পুলিশ সদস্য মারাত্মকভাবে আহত হন। জয় তার পোস্টে বাংলা ও ইংরেজী ভাষায় বিএনপির নেতা-কর্মীদের ২০১৩-২০১৪ ও ২০২৩ সালে চালানো আগুন সন্ত্রাসের ওপর ভিত্তি করে “ বিএনপির আগুন সন্ত্রাসের একাল সেকাল” শীর্ষক একটি ভিডিও আপলোড করেন।

ভিডিওটি দেখতে এই লিংকে ক্লিক করুন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence