আজ কর্মসূচি পালন করবে না আওয়ামী লীগ

২৯ জুলাই ২০২৩, ০৮:৩১ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
আওয়ামী লীগ আজ অবস্থান কর্মসূচি পালন করবে না

আওয়ামী লীগ আজ অবস্থান কর্মসূচি পালন করবে না © ফাইল ছবি

অবস্থান কর্মসূচি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে অনুমতি না পাওয়ায় এ ঘোষণা দেওয়া হেয়েছে। তবে প্রতিটি থানা ও ওয়ার্ড কার্যালয়ে দলটির নেতাকর্মীরা সতর্ক অবস্থানে থাকবেন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ এ তথ্য জানিয়েছেন।

শুক্রবার রাতে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি শ্রদ্ধা জানিয়ে পূর্ব ঘোষিত অবস্থান কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। তবে থানা ও ওয়ার্ড কার্যালয়ে নেতাকর্মীরা সতর্ক অবস্থানে থাকবেন। যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে সতর্ক অবস্থানে থাকবেন নেতাকর্মীরা।

শুক্রবার রাজধানীর নয়াপল্টনে আয়োজিত মহাসমাবেশে শনিবার রাজধানীর প্রবেশমুখগুলোয় অবস্থান কর্মসূচির ঘোষণা দেয় বিএনপি। পাল্টা কর্মসূচি হিসেবে প্রবেশমুখগুলোয় শান্তি সমাবেশ ঘোষণা করে আওয়ামী লীগ।

দু’দলের পাল্টাপাল্টি কর্মসূচির পর রাতে ডিএমপির পক্ষ থেকে বার্তায় জানানো হয়, কোনও দলকেই অনুমতি দেওয়া হয়নি। ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, বিএনপি ও আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠন ঢাকার সকল প্রবেশ মুখে সকাল ১১টা হতে বিকাল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে।

উক্ত রাজনৈতিক দল সমূহ ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিকট হতে এই অবস্থান কর্মসূচি পালনের জন্য কোনো অনুমতি গ্রহণ করেনি। আইনশৃঙ্খলা অবনতির গোয়েন্দা প্রতিবেদন ও জনদুর্ভোগের বিষয় বিবেচনায় রাজনৈতিক দলের অবস্থান কর্মসূচি পালনে ডিএমপির পক্ষ থেকে অনুমতি দেয়া হয়নি।

একটা দল পরিস্থিতি উত্তপ্ত করছে: জামায়াত
  • ৩১ জানুয়ারি ২০২৬
বোরকা পরে ভুয়া ভোট দেওয়ার চেষ্টা করা হলে প্রতিহত করা হবে: ম…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জার্মানিতে এসেই যে কাজগুলো করবেন
  • ৩১ জানুয়ারি ২০২৬
আমরা কখনো জালিম হব না, মজলুমের দুঃখ আমরা বুঝি: জামায়াত আমির
  • ৩১ জানুয়ারি ২০২৬
বাগেরহাটে নির্বাচনী প্রচারে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ
  • ৩১ জানুয়ারি ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের বকেয়া উৎসব ভাতা নিয়ে নতুন নির্দেশনা
  • ৩১ জানুয়ারি ২০২৬