যারা সংবিধান মানে না তাদের বাংলাদেশি নাগরিক বলা ঠিক না: আইনমন্ত্রী

১৪ জুলাই ২০২৩, ০১:০১ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:৩৬ AM
আইনমন্ত্রী আনিসুল হক

আইনমন্ত্রী আনিসুল হক © সংগৃহীত

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, যারা সংবিধান মানে না, তারা বাংলাদেশের নাগরিক না, নাগরিক পরিচয় দেওয়াটা তাদের জন্য সঠিক নয়।

শুক্রবার (১৪ জুলাই) সকালে তার সংসদীয় এলাকা আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে সরকার পতনে বিএনপির একদফা ঘোষণার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

আইনমন্ত্রী বলেন, বিএনপি নেতারা অনেক কথাই বলতে পারেন। তবে তারা যাই বলুক আমরা কিন্তু বাংলাদেশের সংবিধান মেনে চলছি। তার কারণ, একাত্তরের ৩০ লাখ শহিদের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীনতা পেয়েছে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের এ সংবিধান উপহার দিয়েছেন।

আরও পড়ুন: রাষ্ট্র সংস্কার চেয়ে ৩১ দফা ঘোষণা বিএনপি

আনিসুল হক বলেন, শেখ হাসিনার পরিকল্পনা অনুযায়ী ২০৪১ সালের মধ্যে এ দেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলা হবে। আমরা তার সেই নির্দেশনা মেনে শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করব।

এর আগে আইনমন্ত্রী ঢাকা থেকে ট্রেনে করে আখাউড়া রেলওয়ে স্টেশনে যান। শুক্রবার দিনভর তিনি তার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া উপজেলায় কয়েকটি কর্মসূচিতে যোগ দেবেন। বিকালে আন্তঃনগর মহানগর গোধূলি ট্রেনযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে তাঁর।

একটা দল পরিস্থিতি উত্তপ্ত করছে: জামায়াত
  • ৩১ জানুয়ারি ২০২৬
বোরকা পরে ভুয়া ভোট দেওয়ার চেষ্টা করা হলে প্রতিহত করা হবে: ম…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জার্মানিতে এসেই যে কাজগুলো করবেন
  • ৩১ জানুয়ারি ২০২৬
আমরা কখনো জালিম হব না, মজলুমের দুঃখ আমরা বুঝি: জামায়াত আমির
  • ৩১ জানুয়ারি ২০২৬
বাগেরহাটে নির্বাচনী প্রচারে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ
  • ৩১ জানুয়ারি ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের বকেয়া উৎসব ভাতা নিয়ে নতুন নির্দেশনা
  • ৩১ জানুয়ারি ২০২৬