৩০০ গাড়ি নিয়ে আ.লীগের শান্তি সমাবেশে যাচ্ছেন জাহাঙ্গীর
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১২ জুলাই ২০২৩, ১০:০৫ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:১৭ AM
৩০০ গাড়ি নিয়ে রাজধানী ঢাকায় অনুষ্ঠেয় আওয়ামী লীগের শান্তি সমাবেশে যাওয়ার প্রস্তুতি নিয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। দলীয় নির্দেশনা পেয়েই আওয়ামী লীগের শান্তি সমাবেশে অংশ নিতে যাচ্ছেন বলে জানান তিনি।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নিজেই এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, দলের শীর্ষ নেতাদের নির্দেশনা পেয়ে শান্তি সমাবেশে যোগ দেওয়ার প্রস্তুতি নিয়েছি। সমাবেশে যাওয়ার জন্য ইতোমধ্যে ৩০০ গাড়ি প্রস্তুত করা হয়েছে। আমার বিপুলসংখ্যক নেতাকর্মীর জন্য ৫০০ গাড়ির দরকার ছিল। কিন্তু বিভিন্ন জায়গাতে যোগাযোগ করেও পর্যাপ্ত গাড়ি পাওয়া যাচ্ছে না।
গাড়ির পাশাপাশি বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে আওয়ামী লীগের শান্তি সমাবেশে থাকার কথা জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, আজ বুধবার বিকালে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটের সামনে শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ। একই দিন দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপি। প্রধান দুই দলের পাল্টাপাল্টি এম কর্মসূচিতে জনমনে আতঙ্ক বিরাজ করছে।