এখন পর্যন্ত ফিরেছে হাজীদের ১৫৯টি ফ্লাইট, ৯৮জনের মৃত্যু
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১১ জুলাই ২০২৩, ১১:১৩ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:১৭ AM
সবশেষ তথ্য অনুযায়ী পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত ১৫৯টি ফ্লাইটে দেশে ফিরেছেন ৩৮ হাজার ৪জন হাজি। গত ২ জুলাই সৌদি আরব থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়।
ধর্মমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পবিত্র হজ পালন করতে গিয়ে গতকাল সোমবার (১০ জুলাই) ২জনসহ এখন পর্যন্ত ৯৮ জন হাজি মারা গেছেন। হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এসব তথ্য জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
আরো পড়ুনঃ সব স্তরে শিক্ষক নিয়োগের যোগ্যতা সমন্বয় করা হচ্ছে
এয়ারলাইন্স, বাংলাদেশ সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ হজ অফিস ঢাকা ও সৌদি আরব সূত্রে হেল্প ডেস্ক থেকে এই তথ্য জানানো হয়েছে। হেল্প ডেস্ক জানিয়েছে, ৩ এয়ারলাইন্স বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদিয়া এয়ারলাইন্স এবং ফ্লাইনাসের ফ্লাইট মোট ১৫৯টি ফ্লাইট পরিচালনা করেছে।
এখন পর্যন্ত মারা যাওয়া ৯৮ জন হাজির মধ্যে ৭৪ জন পুরুষ ও ২৪ জন নারী। এর মধ্যে মক্কায় মারা গেছেন ৮২ জন, মদিনায় ৫, জেদ্দা ১, মিনায় ৭, আরাফায় ২ এবং মুজদালিফায় ১ জন।
চলতি বছর হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজ যাত্রী সৌদি আরব পাড়ী জমিয়েছেন।