আরাফাত ময়দানে বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
- টিডিসি ডেক্স
- প্রকাশ: ২৮ জুন ২০২৩, ০৬:৫১ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৯ AM
পবিত্র হজ পালন করতে গিয়ে আরাফাতের ময়দানে অবস্থানের সময় এক বাংলাদেশি নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় আসরের নামাজের পর ওই নারীর মৃত্যু হয়।
নিহত নারীর নাম হালিমা বেগম (৪০)। সে হবিগঞ্জের বানিয়াচং উপজেলা মধুখানী মহল্লার আব্দুল হামিদের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৩ জুন হালিমা তার ছেলে মাওলানা আতিকুর রহমান ও তার স্ত্রীর সঙ্গে হজ পালনের উদ্দেশ্যে সৌদিআরবে যান।
হালিমার স্বামী আব্দুল হামিদ বলেন, সৌদি আরবের যাওয়ার পর ২৪ জুন হোটেলে অসুস্থ হয়ে পড়ে হালিমা। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার অ্যাম্বুলেন্সে করে তাকে আরাফার ময়দানে নেওয়া হয়েছিল। আসরের নামাজের পর সেখানে হালিমা মারা যায়।