আজ অফিস করেই বাড়ির পানে ছুটবেন সরকারি চাকরিজীবীরা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৬ জুন ২০২৩, ০৯:৩৭ AM , আপডেট: ২৬ জুন ২০২৩, ০৯:৩৭ AM
পবিত্র ঈদুল আজহার ছুটি শুরুর আগে আজ সোমবার (২৬ জুন) শেষ অফিস করবেন সরকারি চাকরিজীবীরা। এরপর পাঁচ দিনের ছুটিতে যাবেন তারা। অফিস শেষে বাড়ির পানে ছুটবেন তারা। আগামী ২ জুলাই (রোববার) খুলবে সরকারি অফিস।
আগামী ২৮ থেকে ৩০ জুন পর্যন্ত ঈদুল আজহার নির্ধারিত সরকারি ছুটি ছিল। তবে ২৭ জুন থেকে ছুটি দেওয়ার জন্য সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা। ফলে ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত থাকবে ঈদের ছুটি। ১ জুলাই (শনিবার) থাকবে সাপ্তাহিক ছুটি। সে হিসেবে পাঁচ দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।
ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সর্বশেষ গত ঈদুল ফিতরেও ছুটি বাড়ানোর অনুমোদন দেয় মন্ত্রিসভা। রমজান মাস ২৯ দিন ধরে ২২ এপ্রিল (শনিবার) ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করে ছুটির তালিকা তৈরি করা হয়েছিল।