কারিগরী ও বৃত্তিমূলক শিক্ষায় ভর্তির হার বৃদ্ধি পেয়েছে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রীদের সম্মেলনে বক্তব্য দিচ্ছেন দীপু মনি
শিক্ষামন্ত্রীদের সম্মেলনে বক্তব্য দিচ্ছেন দীপু মনি  © টিডিসি ফটো

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দক্ষতা বৃদ্ধি ও কর্মমুখি শিক্ষার প্রতি আমাদের যে নজর সেটি ফল দিতে শুরু করেছে। কারিগরী ও বৃত্তিমূলক শিক্ষায় ভর্তির হার অভাবনীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। যে হারে মেয়েদের এনরোলমেন্ট বেড়েছে তা বিস্ময়কর। করোনার পর শিক্ষার্থীদের শারিরীক ও মানসিক স্বাস্থ্যের প্রতি আমরা জোর দিচ্ছি। বৃহস্পতিবার (২২ জুন) ভারতের মহারাষ্ট্রে জি-২০ দেশগুলোর শিক্ষামন্ত্রীদের সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, পর্যাপ্ত অর্থায়ন এবং সম্পদের সঠিক ব্যবহার শিক্ষার রূপান্তর প্রক্রিয়ার জন্য চ্যালেঞ্জ। সুতরাং, আমি বিশ্বাস করি যে আন্তর্জাতিক অংশীদারিত্বের জন্য একটি কার্যকর ব্যবস্থা গড়ে তোলা দরকার।

‘‘প্রযুক্তি সমাধানে প্রত্যাশার সব দিকগুলো উন্নত করার জন্য সরকারি-বেসরকারি অংশীদারিত্বও গুরুত্বপূর্ণ, এটি অ্যাক্সেস, ইক্যুইটি, অন্তর্ভুক্তি, ক্রয়ক্ষমতা এবং জীবন ও জীবিকার দক্ষতা বিকাশ এবং টেকসই সমাজ গঠনের দিকে আজীবন শিক্ষার সমস্যাগুলোকে সমাধান করে।’’

বর্তমান সরকারের অধীনে শিক্ষা সাফল্য তুলে ধরে মন্ত্রী বলেন, শিক্ষার আমরা সবাই জাতিসংঘের রূপান্তরকারী শিক্ষা সম্মেলনে প্রজন্মগত সংকট মোকাবিলায় এবং এসডিজি-৪ অর্জনের জন্য যে প্রতিশ্রুতি দিয়েছি তা অন্য লক্ষ্যগুলোর কেন্দ্রবিন্দু। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শন অনুসরণ করে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ শিক্ষা ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি সাধন করেছে।

বাংলাদেশের শিক্ষা সংস্কার নিয়ে তিনি বলেন, আমাদের এমন একটি শিক্ষা ব্যবস্থা দরকার যা দ্রুত পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে সক্ষম। আর্থ-সামাজিক চাহিদার সঙ্গে প্রাসঙ্গিক। তাই নতুন ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক একবিংশ শতাব্দীর চাহিদা, আমাদের ভিশন ২০৪১ এবং দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিষয়গুলোকে সমাধান করছে।


সর্বশেষ সংবাদ