বরিশালে ১০৮ কেন্দ্রের ফলে কে এগিয়ে?

ছবিতে বামে আবুল খায়ের আব্দুল্লাহ এবং ডানে মুফতি সৈয়দ মো. ফয়জুল করিম
ছবিতে বামে আবুল খায়ের আব্দুল্লাহ এবং ডানে মুফতি সৈয়দ মো. ফয়জুল করিম  © ফাইল ফটো

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ১২৬টি কেন্দ্রের মধ্যে ১০৮ কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ। 

সোমবার (১২ জুন) বিকেল সাড়ে ৬টা পর্যন্ত কেন্দ্র থেকে প্রিসাইডিং কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, নৌকা প্রতীকের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ পেয়েছেন ৭৫ হাজার ৮৫২ ভোট। অন্যদিকে এই ১০৮টি কেন্দ্রে হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মো. ফয়জুল করিম পেয়েছেন ২৯ হাজার ৫৫১ ভোট। 

এর আগে সোমবার সকাল ৮টা থেকে ইভিএমের মাধ্যমে একযোগে শুরু হওয়া ভোট বিকেল ৪টায় শেষ হয়। সবকেন্দ্রে ইভিএমে ভোট হওয়ায় কম সময়েই ফল জানা যাবে বলে আশা করা হচ্ছে।

বরিশালে মেয়র পদে ৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে দলীয়ভাবে নির্বাচনে প্রার্থী হয়েছে চারজন। তারা হলেন- আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ (নৌকা), জাতীয় পার্টির প্রার্থী মো. ইকবাল হোসেন (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মো. ফয়জুল করিম (হাতপাখা) ও জাকের পার্টির প্রার্থী মিজানুর রহমান বাচ্চু (গোলাপফুল)।

বাকি তিনজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে মেয়র পদে লড়ছেন। তারা হলেন- মো. আলী হোসেন হাওলাদার (হরিণ), মো. আসাদুজ্জামান (হাতি) ও মো. কামরুল আহসান রুপন (টেবিল ঘড়ি)।

এ ছাড়া ৩০টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ১১৬ জন এবং ১০টি সংরক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে ৪২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বরিশাল সিটি নির্বাচনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১২৬টি। এই সিটিতে মোট ভোটার ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৭ হাজার ৪৮৯ জন এবং নারী ভোটার ১ লাখ ৩৮ হাজার ৮০৯ জন। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence