বঙ্গবন্ধুর আশা-আকাঙ্ক্ষাকে ধারণ করে শেখ হাসিনা এগোচ্ছেন: শিক্ষামন্ত্রী

০৮ জুন ২০২৩, ০৮:১২ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:০৪ AM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © সংগৃহীত

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন,  শেখ হাসিনা আজ অবিসংবাদিত নেতা। বঙ্গবন্ধুর আশা-আকাঙ্ক্ষাকে ধারণ করে তিনি এগিয়ে যাচ্ছেন। সেই সময়ের মতো এখনও ভেতর-বাইরে ষড়যন্ত্র চলছে। দেশের ভেতরে এবং বিদেশে বসে দেশের স্বাধীনতার স্পৃহা, এগিয়ে চলা, আত্মবিশ্বাস ও আত্মমর্যাদাকে দমন করার চিন্তা করছে ষড়যন্ত্রকারীরা।

বুধবার (৭ জুন) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ‘৬ দফা: বাঙালির মুক্তির সনদ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

দীপু মনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবার সঙ্গে যোগাযোগ রেখে কাজ করেছেন। কোথাও কখনও তিনি এককভাবে সিদ্ধান্ত নেননি। যখনই তিনি কোনো কাজ করেছেন তখনই বুদ্ধিজীবীসহ বিভিন্ন সেক্টরের লোকজনের মতামত নিয়েছেন।

তিনি বলেন, ঐতিহাসিক ৭ জুনের অভিজ্ঞতা থেকে শেখার বিষয় আছে। সার্বভৌমত্ব, গণতন্ত্র ও উন্নয়নের ব্যাপারে সবাইকে অবিচল ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শারফুদ্দিন আহমেদ বলেন, ছয় দফার মাধ্যমে বঙ্গবন্ধু স্বাধীনতার বীজ বপন করেছিলেন। তারই প্রেক্ষিতে তাঁকে দেশদ্রোহী বলা হলো, ফাঁসিতে ঝোলানোর ষড়যন্ত্র হলো। আজও এ দেশে ষড়যন্ত্র হচ্ছে। পাকিস্তানপন্থিরা দেশকে আগের অবস্থায় নিয়ে যেতে চাইছে। পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ছয় দফা হলো স্বাধীনতার মূলমন্ত্র।

আরও পড়ুন: বিদ্যুৎ নিয়ে যে সুখবর দিলেন প্রধানমন্ত্রী

অনুষ্ঠানে বক্তব্য দেন বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়াম সদস্য ও খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ফায়েকুজ্জামান এবং সিনিয়র সাংবাদিক অজয় দাশগুপ্ত। অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুক।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট ও বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়াম সদস্য অজিত কুমার সরকার। তিনি বলেন, ঐতিহাসিক ৬ দফা বাঙালির মুক্তির সনদ; যা উত্থাপন করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু বলেছিলেন ছয় দফা আমাদের বাঁচার দাবি।

শেখ হাসিনাসহ ৪১ জনের গ্রেপ্তারি পরোয়ানা 
  • ২৬ জানুয়ারি ২০২৬
সচিবের বাসায় ফাইল, আজও হচ্ছে না বদলির সংশোধিত নীতিমালা
  • ২৬ জানুয়ারি ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে উত্তরা মটরস, কর্মস্থল ঢাকা
  • ২৬ জানুয়ারি ২০২৬
রাবিতে ছাদখোলা বাসে বিপিএলের ট্রফি নিয়ে শান্ত-মুশফিকরা
  • ২৬ জানুয়ারি ২০২৬
হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম জামায়াত…
  • ২৬ জানুয়ারি ২০২৬
রাবির অর্ধশতাধিক নবীন শিক্ষককে নিয়ে ৫ দিনব্যাপী প্রশিক্ষণ ক…
  • ২৬ জানুয়ারি ২০২৬