‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ছাত্রলীগের প্রতিটা কর্মীকে গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে’

ধানমন্ত্রী শেখ হাসিনা’র ৪৩ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা
ধানমন্ত্রী শেখ হাসিনা’র ৪৩ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা  © টিডিসি ফটো

শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. গোলাম কবীর বলেছেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ছাত্রলীগের প্রতিটা কর্মীকে গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে। বুধবার (১৭ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৪৩ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উগদ্যাগে আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে ভিসি অধ্যাপক ডা. গোলাম কবীর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কর্মীদের প্রগতিশীল কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে উক্ত প্রতিষ্ঠান এবং ছাত্রলীগের প্রতিটা কর্মী গুরুত্বপূর্ণ অবদান রেখে দেশকে এগিয়ে নিয়ে যাবে এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) শুভ্র চন্দন মহলী, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল হালিম রানা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী মো. তানজীত আহম্মেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কর্মী সুমন আহমেদ, সাখাওয়াত হোসেন, নিলয় সরকার, মাহমুদুল হাসান সাকিব, এনামুল হক বিজয় জিহাদুল জয়, নাহিদ হাসান, এবং ইয়াসীর আরাফাত।


সর্বশেষ সংবাদ