সিটি নির্বাচনে খায়ের আবদুল্লাহর নমিনেশনে খুশি বিএম কলেজ ছাত্রলীগ

  © টিডিসি ফটো

বরিশাল সিটি কর্পোরেশনে আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবাত) কে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ঘোষণা দেওয়ায় বি এম কলেজ ছাত্রলীগসহ খুশি সমগ্র বরিশাল আওয়ামী লীগ। মঙ্গলবার (১৬ মে) বি এম কলেজের (জিরোপয়েন্ট) এলাকায় আগামী (১২ জুন) সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে বি এম কলেজ ছাত্রলীগ বিশাল আলোচনা সভার আয়োজন করেন।

উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন বি এম কলেজ ছাত্রলীগের সাবেক সদস্য নুরুল আম্বিয়া (বাবর) ও বি এম কলেজ (বাকসুর) সাবেক সমাজসেবা সম্পদক এস এম ইমামূজ্জামান ইভান সহ বেশ কয়েকজন নেতা কর্মীরা।

এস এম ইমামুজ্জামান বলেন, সিটি কর্পোরেশন নির্বাচনের পরেই আগামী জাতীয় সংসদ নির্বাচন। সিটি কর্পোরেশন নির্বাচনে আমরা আবুল খায়ের আবদুল্লাহ কে জয়ী দেখতে চাই। বিজয়ের মালা পড়াতে চাই। আবুল খায়ের আবদুল্লাহ কে বিজয়ের মালা পরাতে হলে আমাদের সবাইকে মুজিবীয় আদর্শ ধারণ করতে হবে। আমাদের সবাইকে একত্রিত হয়ে মাঠে কাজ করতে হবে। 

তিনি আরও বলেন, আবুল খায়ের আবদুল্লাহ ভাই যদি মেয়র নির্বাচিত হন, তাহলে বরিশালকে তিলোত্তমা নগরীতে গড়ে তোলা হবে এবং বিএম কলেজকে বহিরাগত, দুর্নীতি, মাদক মুক্ত ক্যাম্পাস গড়ে তোলা হবে। ইন-শা-আল্লাহ। 

বি এম কলেজের সাবেক সদস্য নুরুল আম্বিয়া (বাবর) বলেন, নাম প্রকাশে অনিচ্ছুক বর্তমানে বরিশালে এমন কিছু নেতাকর্মী আছেন যারা কিনা বি এম কলেজের ৩ টি বড় বড় পুকুর আছে, পুকুর গুলো লিছে (ইজারা) দেন। লিজ নিয়ে পুকুর গুলোতে মাছ চাষ করেন বহিরাগতরা। ফলে কলজের পুকুর থেকে মোটা অংকের একটা অর্থ ইনকাম করে নিয়ে যায় তারা।

আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে যদি আবুল খায়ের আবদুল্লাহ মেয়র নির্বাচিত হতে পারে, তাহলে আমরা কলেজের পুকুর কলেজকে ফিরিয়ে দিব। কলজের পুকুর থেকে মোটা অংকের অর্থ যোগ হবে কলেজ ফান্ডে। কলেজ নিজের অর্থ দিয়ে নিজেই উন্নয়ন করতে পারবেন এবং বিএম কলেজ হবে দক্ষিণ বঙ্গের সব থেকে সুন্দর কলেজ। ফিরে আসবে কলেজের সৌন্দর্য।


সর্বশেষ সংবাদ