প্রথম আলোর কার্যালয় ঢুকে স্বেচ্ছাসেবক লীগ নেতার হট্টগোল (ভিডিও)

১১ এপ্রিল ২০২৩, ১১:৫৫ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:৫১ AM
প্রথম আলো কার্যালয় ঢুকে স্বেচ্ছাসেবক লীগ নেতার হট্টগোল (ভিডিও)

প্রথম আলো কার্যালয় ঢুকে স্বেচ্ছাসেবক লীগ নেতার হট্টগোল (ভিডিও) © সংগৃহীত

ফেসবুকে লাইভ শুরু করে দৈনিক প্রথম আলোর প্রধান কার্যালয়ে ঢুকে হট্টগোল করতে দেখা গেছে এক যুবককে। কার্যালয় গেট থেকে লাইভ শুরু করে রিসিপশনে গিয়ে প্রতিষ্ঠানটির কর্মচারীদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু করেন তিনি। পরে রিসিপশনে থাকা প্রতিষ্ঠানটির লোগোর আসেপাশে ‘বয়কট প্রথম আলো’ লিখে বের হয়ে যান।

সোমবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৭টা ৫৭ মিনিটের ওই লাইভটি সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়েছে। ২ মিনিট ৫৩ সেকেন্ডের ওই ভিডিওতে তার সঙ্গে আরও অন্তত ১৫-২০ জন যুবককে দেখা গেছে।

জানা যায়, ওই যুবকের নাম রাজিউল ইসলাম রকি। তিনি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও স্বেচ্ছাসেবক লীগ তেজগাঁও থানার সাবেক সাংগঠনিক সম্পাদক।

ফেসবুক লাইভে শোনা যাচ্ছে আমি এখন লাইভে আছি, আমি প্রথম আলোর বিরুদ্ধে নীরব প্রতিবাদ করতেছি। ভদ্রভাবে প্রথম আলোর বিরুদ্ধে প্রতিবাদ করতেছি। তারপর রিসিপশনে থাকা প্রতিষ্ঠানটির লোগোর আসেপাশে ‘বয়কট প্রথম আলো’ লিখতে লিখতে বলেন আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করলাম। তারপর সেখানে থাকা কর্মচারীদের ভয়ভীতি দেখিয়ে হুমকি-ধমকি দিতেও দেখা গেছে তাকে।

প্রথম আলোর নিরাপত্তা কর্মীরা জানিয়েছেন, সন্ধ্যা সাতটা ৫০ থেকে কিছু সময় হট্টগোলকারীরা সেখানে অবস্থান করে। বিষয়টি প্রথম আলোর কার্যালয়ে থাকা কর্মকর্তাদের জানানো হয়। যুবকদের পরনে শার্ট এবং পাঞ্জাবি ছিল বলে নিরাপত্তা কর্মীরা জানিয়েছেন।

এর আগে গতকাল সোমবার জাতীয় সংসদে দাঁড়িয়ে দৈনিক প্রথম আলোর কঠোর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, প্রথম আলো আওয়ামী লীগের শত্রু, প্রথম আলো গণতন্ত্রের শত্রু, প্রথম আলো দেশের মানুষের শত্রু। জাতীয় সংসদের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ অধিবেশনে সোমবার সমাপনী ভাষণ দিচ্ছিলেন শেখ হাসিনা। সেখানেই প্রথম আলোর প্রসঙ্গ আসে।

 

বিয়ের এক বছরের মাথায় ভাঙনের মুখে তাহসানের দ্বিতীয় সংসারও
  • ১১ জানুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ
  • ১১ জানুয়ারি ২০২৬
৩৯ বছর পর ম্যানসিটির ১০ গোলের তাণ্ডব, লন্ডভন্ড এক্সটার সিটি
  • ১১ জানুয়ারি ২০২৬
বল বাসার চালে পড়ায় গরম পানি নিক্ষেপ; দগ্ধ হয়ে বার্ন ইউনিটে …
  • ১১ জানুয়ারি ২০২৬
সুখটান দেওয়া বিড়ির মধ্যেও দাঁড়িপাল্লার দাওয়াত: বিতর্কিত …
  • ১১ জানুয়ারি ২০২৬
নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে ‘আরেকবার চেষ্টা করে দেখার…
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9