এবারের ফিতরা কত, জানা যাবে কাল

ফিতরা নির্ধারণে আগামীকাল রবিবার সভায় বসবেন কমিটি
ফিতরা নির্ধারণে আগামীকাল রবিবার সভায় বসবেন কমিটি  © সংগৃহীত

চলতি বছর সদাকাতুল ফিতর (ফিতরা) কত তা জানা যাবে আগামীকাল রবিবার। ইসলামিক ফাউন্ডেশন ফিতরা নির্ধারণে দেশের বিশিষ্ট মুফতি ও আলেমদের নিয়ে কাল বৈঠকে বসবেন জাতীয় ফিতরা কমিটির সদস্যরা। সেখানে এবারের ফিতরা নির্ধারণ করা হবে।

শনিবার (০১ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।  

এতে বলা হয়েছে, ‘রবিবার বেলা ১১টায় বায়তুল মোকাররম সভাকক্ষে ফাউন্ডেশনের উলামা কমিটির বৈঠক হবে। বৈঠকে সদাকাতুল ফিতর নির্ধারণ এবং ধর্মপ্রাণ মুসলমানদের সুবিধার্থে তা ঘোষণা করা হবে।’

আরও পড়ুন: রোজা রেখে মাথাব্যথা করলে যা করবেন

ফিতরা নির্ধারণের জন্য ইসলামিক ফাউন্ডেশন ইতোমধ্যে দেশের বিশিষ্ট মুফতি ও আলেমদের নিয়ে একটি কমিটি গঠন করেছে। ওই কমিটি রবিবার বৈঠকে বসবে।

গত বছর বাংলাদেশে ফিতরার হার ছিল জনপ্রতি সর্বনিম্ন ৭৫ টাকা ও সর্বোচ্চ ২ হাজার ৩১০ টাকা। 


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!