ভবনে আগুন লেগে দাউ দাউ করে জ্বলছে (ভিডিও)
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৯ মার্চ ২০২৩, ০২:২৬ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:১৫ AM
গাজীপুরের কোনাবাড়িতে একটি ভবনে আগুন লেগেছে। বহুতল ভবনটির নিচ ও দোতলায় আগুন লাগে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
জানা গেছে, আগুন লাগার পর তাৎক্ষণিকভাবে ছড়িয়ে পড়ে। তবে বেলা আড়াইটার দিকে এ রিপোর্ট লেখার সময় ফায়ার সার্ভিস আসেনি বলে জানা গেছে। আগুন লাগার স্থানে ভিড় করছেন স্থানীয়রা।
প্রথমিকেভাবে জানা গেছে, আগুন লাগার স্থানটি একটি খাবারের দোকান অথবা রেস্টুরেন্ট ছিল। ফ্লাইওভারের কাছে অবস্থান ভবনটির।