চট্টগ্রাম বিভাগে আন্ত:কলেজ ক্রীড়া-সংস্কৃতি অনুষ্ঠান

চ্যাম্পিয়ন ও রানার্স আপ নওয়াব ফয়জুন্নেছা কলেজের দুই শিক্ষার্থী

০১ মার্চ ২০২৩, ০১:৩৫ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৪৬ PM
রাকিব ও নমিতা

রাকিব ও নমিতা © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত চট্টগ্রাম বিভাগের আন্ত:কলেজ ক্রীড়া, সংস্কৃতি ও বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্স আপ হয়েছেন কুমিল্লা নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের দুই শিক্ষার্থী।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) চট্টগ্রামের শহিদ অবনী মোহন দত্ত অডিটরিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নজরুল গীতিতে চ্যাম্পিয়ন হয়েছেন নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের স্নাতক (পাস) শ্রেণীর রাকিব। নৃত্য প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছেন একই কলেজের ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নমিতা মজুমদার।

এদিন অনুষ্ঠানে চট্টগ্রাম কলেজের সহযোগী অধ্যাপক মহাশ্বেতা রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মোজাহেদুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সুব্রত বিকাশ বড়ুয়া।

আরও পড়ুন: বিশ্বের দূষিত শহরের তালিকায় আবারো শীর্ষে ঢাকা।

শিক্ষার্থীদের সাফল্যে নওয়াব ফয়জুন্নেসা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মিতা সফিনাজ বলেন, এই কলেজের প্রতিষ্ঠাতা নওয়াব ফয়জুন্নেছা। তিনি উপমহাদেশের একমাত্র নারী নওয়াব। তার র্কীতি ছড়িয়ে আছে দেশ ছাড়িয়ে বিদেশেও। তার প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও লেখাপড়ার পাশাপাশি সংস্কৃতি চর্চায়ও ভালো করছে। তাদের সাফল্যে নওয়াব ফয়জুন্নেসার অবদান তরুণ প্রজন্মের নিকট পুনরায় ছড়িয়ে পড়বে।

সাজেশনের নামে ভাইবার আগে টাকা আদায়ের অভিযোগ
  • ৩০ জানুয়ারি ২০২৬
এনসিপির ইশতেহারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য য…
  • ৩০ জানুয়ারি ২০২৬
শীত নিয়ে যে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস
  • ৩০ জানুয়ারি ২০২৬
রুয়েটে আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধন 
  • ৩০ জানুয়ারি ২০২৬
আইইএলটিএস-জিআরই পরীক্ষায় অংশগ্রহণে সহজ শর্তে ঋণ দিতে চায় এন…
  • ৩০ জানুয়ারি ২০২৬
সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে যা বললেন জামায়াত আমির
  • ৩০ জানুয়ারি ২০২৬