ঢাকার চেয়ে কুমিল্লার বাতাস আজ বেশি ‘অস্বাস্থ্যকর’

ঢাকার চেয়ে কুমিল্লার বাতাস আজ বেশি ‘অস্বাস্থ্যকর’
ঢাকার চেয়ে কুমিল্লার বাতাস আজ বেশি ‘অস্বাস্থ্যকর’  © ফাইল ছবি

এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) স্কোর ১৬১ নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ষষ্ঠ অবস্থানে উঠে এসেছে রাজধানী ঢাকা। তবে ঢাকার চেয়ে কুমিল্লার বাতাস আজ বেশি ‘অস্বাস্থ্যকর’ ছিলো। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সাপ্তাহিক ছুটির দিনেও বায়ুর নিয়ে স্বস্তির খবর নেই।

এয়ার কোয়ালিটি ইনডেক্সে রাজধানী ঢাকা থেকে ১৫ স্কোর বেশি নিয়ে কুমিল্লার স্কোর ছিলো ১৭৬। গতকাল বৃহস্পতিবারও ঢাকার চেয়ে কুমিল্লার বায়ুর মান খারাপ ছিল।

ঢাকায় চলতি বছরের জানুয়ারি মাসে সবচেয়ে বেশিসংখ্যক দিন দুর্যোগপূর্ণ বায়ুর মধ্যে কাটিয়েছে নগরবাসী। গত মাসে মোট ৯ দিন রাজধানীর বায়ুর মান দুর্যোগপূর্ণ ছিল, যা গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ।

আরও পড়ুন: পরিবেশ দূষণের কারণে দেশে ৩২ শতাংশ মানুষ মারা যাচ্ছে: বিশ্বব্যাংক

আজ সকাল সাড়ে নয়টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই-বায়ুর মান সূচক) তালিকার শীর্ষে পাকিস্তানের শহর লাহোর, স্কোর ২১৫। ভারতের রাজধানী নয়াদিল্লি ১৮০ স্কোর নিয়ে আছে দ্বিতীয় স্থানে। এরপর আছে ভারতের আরেক নগর মুম্বাই, স্কোর ১৭৫। চতুর্থ স্থানটি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার, স্কোর ১৬২।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়। বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence