আমাদের ছেলে-মেয়েরা বিদেশি সংস্কৃতির দিকে ধাবিত হচ্ছে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি  © ফাইল ছবি

দেশের ছেলে-মেয়েরা বিদেশি সংস্কৃতির দিকে ধাবিত হচ্ছে বলে আশঙ্কা করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, এজন্য আমাদের দেশীয় সংস্কৃতি চর্চা বাড়াতে হবে। বুধবার (১১ জানুয়ারি) বিকেলে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার গোলাইডাঙ্গা এলাকায় একটি উন্মুক্ত মঞ্চ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, আমাদের ছেলে-মেয়েরা বিদেশি সংস্কৃতির ও অপসংস্কৃতির দিকে ধাবিত হচ্ছে। দেশীয় সংস্কৃতি যদি আমাদের সন্তানদের মধ্যে তুলে ধরতে না পারি তাহলে তারা অন্য সংস্কৃতির দিকে যাওয়ার সুযোগ পাবে।

আরও পড়ুন: চবির সিন্ডিকেট থেকে এক সদস্যের পদত্যাগ

সংস্কৃতিকর্মীদের স্মরণ করে মন্ত্রী বলেন, স্বাধীনতার সাড়ে তিন বছর পর আমাদের দেশকে পাকিস্তান বানানোর অপচেষ্টা চলছিল। আমাদের সংস্কৃতি, কৃষ্টি ও সাহিত্য নিয়ে যে এগিয়ে যাব সেই সুযোগটা পাইনি। বারবার আমরা বাধাগ্রস্ত হয়েছি। আর গণতন্ত্র ও অধিকারের যে আন্দোলন আমরা করেছি এসব আন্দোলন-সংগ্রামের অগ্রভাগে কাজ করেছে আমাদের সংস্কৃতি কর্মীরা।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিপন দেবনাথ, নাট্যকর অনন্য জামান প্রমুখ।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence