জাজিরার মিরাশা বাজার © টিডিসি ফটো
প্রথমবারের মতো শরীয়তপুরের সবজি রপ্তানি হয়েছে ইউরোপে। বুধবার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় ইতিহাদ এয়াওয়েজের বিমানে করে ইউরোপের দেশ সুইজারল্যান্ডে গিয়েছে শরীয়তপুরের জাজিরার মিরাশা চাষি বাজারের সবজি। সবজির এই প্রথম চালানে থাকছে লাউ, কাঁচা মরিচ ও কচু। সবজিগুলো রপ্তানি করছে রপ্তানিকারক প্রতিষ্ঠান বি এইচ ট্রেড ইন্টারন্যাশনাল।
গত মঙ্গলবার বিকালে মিরাশা চাষিবাজার এর সবজির প্রথম চালান পরীক্ষার জন্য ঢাকার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সেন্ট্রাল প্যাকেজিং হাউসে পাঠানো হয়। বি এইচ ট্রেড ইন্টারন্যাশনাল এর প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল ইসলাম কল্লোল এসব তথ্য নিশ্চিত করেছেন।
রেজাউল ইসলাম কল্লোল বলেন, আমরা জাজিরার মিরাশার চাষি বাজারের লাউ, কাঁচা মরিচ, কচু, ঢেঁড়স, ঝিঙ্গা, চিচিঙ্গা, শিম, ফুলকপি, বাঁধাকপি, করলা টমেটো, শসাসহ বিভিন্ন ধরণের উন্নতমানের কীটনাশকমুক্ত সবজি পেয়েছি। যা খুবই মানসম্মত। প্রাথমিকভাবে প্রথম চালানের জন্য কৃষকদের কাছ থেকে ৬৫কেজি কাঁচা মরিচ, ৬৫ টি কচু ও ২০ টি লাউ সংগ্রহ করেছি। সবজির এই চালানটি রপ্তানি উপযোগী প্যাকেজিং করে ঢাকা এয়ারপোর্টে পাঠানো হয়। সুইজারল্যান্ডে পৌঁছানোর পর সেখানকার বাংলাদেশী কমিউনিটি রপ্তানিকৃত সবজিগুলো বাজারজাত করবেন।
আরও পড়ুন: অর্ধেক জনগোষ্ঠীকে পিছিয়ে রেখে কাঙ্খিত উন্নয়ন সম্ভব নয়: শিক্ষামন্ত্রী
তিনি আরও বলেন, আমরা যদি সুইজারল্যান্ড থেকে ভালো সারা পাই তাহলে ইচ্ছে আছে সুইডেন ও হংকংয়েও আমরা সবজি রপ্তানি করব।
জাজিরা উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জামাল হোসেন বলেন, শরীয়তপুরের ৮৫ হাজার হেক্টর জমিতে বিভিন্ন ধরণের কৃষিপণ্য আবাদ হয়। এর মধ্যে সবচেয়ে বেশি সবজির আবাদ হয় জাজিরা উপজেলায়। গত ২৯ ডিসেম্বর জাজিরার নিরাপদ সবজি ও ফল রপ্তানিবিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেখানে স্থানীয় প্রশাসন ও রপ্তানিকারকেরা ইউরোপে সবজি রপ্তানির ঘোষণা দিয়েছেন। তারই ধারাবাহিকতায় রপ্তানিকারক প্রতিষ্ঠান 'বিএইচ ট্রেড ইন্টারন্যাশনাল' ইউরোপে সবজি রপ্তানির জন্য জাজিরা উপজেলা কৃষি অফিসের কাছে সহযোগিতা চান।
সবজির এই চালানটিতে মুলনা ইউনিয়নের মিরাশা গ্রামের খোকন খালাসীর মরিচ, বিলাশপুর ইউনিয়নের বেলায়েত হোসেন এর লাউ এবং নাওডোবা ইউনিয়নের মাসুদ মাদবরের কচু রপ্তানির উদ্দেশ্যে পাঠানো হয়েছে।