নতুন বইয়ের কেন্দ্রীয় উৎসব ঢাকা বিশ্ববিদ্যালয়ে

২৮ ডিসেম্বর ২০২২, ১২:১৯ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১০ PM
১ জানুয়ারি বই উৎসব করবে সরকার

১ জানুয়ারি বই উৎসব করবে সরকার © ফাইল ছবি

এবার আড়ম্বরপূর্ণ পরিবেশে বই উৎসব করবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এ জন্য জেলা ও উপজেলায় সংশ্লিষ্টদের ইতিমধ্যে জানানো হয়েছে। আগামী ১ জানুয়ারি বই উৎসব করবে সরকার। বিভিন্ন জেলায় এ উৎসব উদ্বোধন করবেন মন্ত্রী, এমপিরা। তবে কেন্দ্রীয়ভাবে প্রাথমিকের বই উৎসব হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি)। আর মাধ্যমিকের বই উৎসব হবে নারায়ণগঞ্জে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রাথমিকের বই উৎসব হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে। আর মাধ্যমিকের বই উৎসব হবে নারায়ণগঞ্জের মুড়াপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এর উদ্বোধন করবেন। আগের দিন ৩১ ডিসেম্বর সকালে  উৎসবের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জানা গেছে, ৩১ ডিসেম্বর সকাল ১০টায় বই উৎসবের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রতিটি শ্রেণির একজন করে শিক্ষার্থীকে এক সেট করে বই দেবেন তিনি।

আরো পড়ুন: স্বপ্নের মেট্রোরেলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম বলেন, করোনার কারণে যেহেতু দুই বছর উৎসব হয়নি। এ বছর প্রতিটি জেলা-উপজেলায় আড়ম্বর করে উৎসবমুখর পরিবেশে বই দেওয়া হবে। ৮০ শতাংশ বই পৌঁছে দেওয়া হয়েছে।

প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে এবার চার কোটি ৯ লাখ ১৫ হাজার শিক্ষার্থীর জন্য প্রায় সাড়ে ৩৪ কোটি বই ছাপা হচ্ছে। প্রাক প্রাথমিক, প্রাথমিক ও ইবতেদায়িতে ৯ কোটি ৯৮ লাখ ৫৩ হাজার ও মাধ্যমিকে ২৪ কোটি ৬৩ লাখ ১০ হাজার বই দেওয়া হবে।

কেরু সুগার মিলসহ সব শিল্পপ্রতিষ্ঠান সচল করবে জামায়াত: আমির
  • ২৭ জানুয়ারি ২০২৬
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাস চাপায় শ্রমিকের মৃত্যু
  • ২৭ জানুয়ারি ২০২৬
বাস থামিয়ে স্কুলছাত্রীর কথা শুনলেন তারেক রহমান, বললেন—পলিটি…
  • ২৭ জানুয়ারি ২০২৬
তাহাজ্জুদ কিংবা ফজরের পর ভোট কেন্দ্রে যাওয়ার কথা আসছে কেন
  • ২৭ জানুয়ারি ২০২৬
আইএসইউতে কুইজ প্রতিযোগিতা ‘টেক্স কুইজার্ড’ এর ফাইনাল অনুষ্ঠ…
  • ২৭ জানুয়ারি ২০২৬
এবার জামায়াতের নির্বাচনী প্রচারণায় বিএনপির হামলা
  • ২৭ জানুয়ারি ২০২৬