রসিক নির্বাচন: নিজ কেন্দ্রে আ’লীগ প্রার্থীর ভরাডুবি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২২, ০৯:২২ PM , আপডেট: ২৭ ডিসেম্বর ২০২২, ০৯:৫০ PM
রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে নিজ কেন্দ্রে হেরেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া। নগরীর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নৌকা প্রতীকে তিনি পেয়েছেন মাত্র ৯২ ভোট। অন্যদিকে, জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১৬৬ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী লতিফুর রহমান মিলন হাতী প্রতীকে পেয়েছেন ১৪৪ ভোট।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে এ তথ্য জানিয়েছেন লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শাহ আলম।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ৮৭ কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে জাতীয় পার্টির মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা (লাঙ্গল প্রতীক) সর্বোচ্চ ৫০ হাজার ৮৫৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান পিয়াল হাতপাখা প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৭৯ ভোট।
আরও পড়ুন : আ’লীগের মনোনয়ন কিনবেন মাহি
তৃতীয় অবস্থানে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী লতিফুর রহমান মিলন, হাতি প্রতীকে পেয়েছেন ১২ হাজার ১৯৭ ভোট। চতুর্থ অবস্থানে থাকা আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া নৌকা প্রতীকে পেয়েছেন ৮ হাজার ৬০৫ ভোট।
এছাড়া বাংলাদেশ কংগ্রেস পার্টির প্রার্থী আবু রায়হান ডাব প্রতীকে ৩ হাজার ২৯৯ ভোট, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) শফিয়ার রহমান মশাল প্রতীকে ২ হাজার ১৩২ ভোট, জাকের পার্টির খোরশেদ আলম খোকন গোলাপ ফুল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৯৮২ ভোট। স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান বনি হরিণ প্রতীকে ৯৯৮ এবং খেলাফত মজলিশের তৌহিদুর রহমান মণ্ডল রাজু দেওয়াল ঘড়ি প্রতীকে ৮৪৬ ভোট পেয়েছেন।