বিএনপিসহ ২৭ দলের কর্মসূচি ঘোষণা

১৭ ডিসেম্বর ২০২২, ০৮:৪৫ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪১ PM
বিএনপির কর্মসূচি

বিএনপির কর্মসূচি © সংগৃহীত

সকল বিরোধী রাজনৈতিক দলগুলোর ঐক্যমতে যুগপৎ আন্দোলন ঘটানো সম্ভব বলে মনে করেন বিএনপি। তাই দীর্ঘদিন ধরেই এ বিষয়ে সংলাপ করে আসছে তারা। সকল দল এবার একইসঙ্গে মাঠে নামতে ঐক্যমত পোষণ করেছে। আগামী ৩০ ডিসেম্বর একযোগে মাঠে নামবে ২৭টি সমমনা দল। সকলের ঐক্যমতে যৌথ কর্মসূচির অংশ হিসেবে সেদিন গণমিছিল অনুষ্ঠিত হবে।
 
শনিবার (১৭ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো পৃথক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিএন‌পি ঘো‌ষিত সরকা‌র পতন আন্দোলনের প্রথম কর্মসূচি হিসেবে আগামী ৩০ ডিসেম্বর ঢাকা মহানগরীতে ‌২০ দলীয় জোটভুক্ত ১১টি দল গণমিছিল কর্মসূচি পালন করবে ব‌লে জো‌টের পক্ষ থে‌কে জানা‌নো হ‌য়েছে। 

আরও পড়ুন: ফারদিনের মৃত্যু নিয়ে ৫ প্রশ্নের উত্তর জানতে চান বুয়েট শিক্ষার্থীরা

১১টি দলগুলোর নেতৃত্বে রয়েছেন জাতীয় পার্টি (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম (বীর প্রতীক), বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, এনডিপি চেয়ারম্যান কারী মোহাম্মদ আবু তাহের, বাংলাদেশ এলডিপি-মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল রকিব, মুসলিম লীগের মহাসচিব শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, জমিয়তে উলামায়ে ইসলাম মহাসচিব গোলাম মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ ইসলামিক পার্টির মহাসচিব অ্যাডভোকেট আবুল কাশেম এবং বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও কমরেড সৈয়দ নুরুল ইসলাম।

এদিকে, শনিবার (১৭ ডিসেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার সেক্রেটারি মতিউর রহমান আকন্দ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুনভাবে ঘোষিত কর্মসূচি অনুযায়ী ২৪ ডিসেম্বর (শনিবার) সারাদেশে ১০-দফা বাস্তবায়নের দাবিতে গণমিছিল অনুষ্ঠিত হবে। শুধু ঢাকা মহানগরীতে গণমিছিলের কর্মসূচি ৩০ ডিসেম্বর পালিত হবে, ইনশাআল্লাহ। ঘোষিত এই নতুন কর্মসূচি সফল করার জন্য দেশবাসীর সহযোগিতা কামনা করছি।

এছাড়াও শনিবার বিকালে এক বিবৃতিতে এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম) বলেন, ৩০ ডিসেম্বর রাজধানীতে মিছিল করবে এলডিপি।

আরও পড়ুন: ডিবি-র‍্যাবের তদন্তের সঙ্গে একাত্মতা পোষণ বুয়েট শিক্ষার্থীদের

এদিকে, আগামী ৩০ ডিসেম্বর যৌথ কর্মসূচির অংশ হিসেবে গণমিছিলের ঘোষণা দিয়েছে গণতন্ত্র মঞ্চ। শনিবার (১৭ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে গণমঞ্চের নেতা ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এই কর্মসূচি ঘোষণা করেন।

অন্যদিকে ৩০ ডিসেম্বরের গণমিছিলে অংশ নেওয়ার কথা জানিয়েছে সমমনা আরও সাতটি দল। শনিবার (১৭ ডিসেম্বর) ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সমমনা সাতটি দল হলো- ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), ন্যাপ (ভাসানী), ইসলামী ঐক্য জোট, ডেমোক্রেটিক লীগ, পিপলস লীগ ও শাওন সাদেকীর নেতৃত্বাধীন বাংলাদেশ ন্যাপ।

এতে আরও অংশ নেবে জেএসডি, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, ভাসানী অনুসারী পরিষদ ও রাষ্ট্র সংস্কার আন্দোলন।

বিএনপিকে চান ৩৪.৭ শতাংশ ভোটার, জামায়াতকে ৩৩.৬, অন্যদের কত?
  • ১২ জানুয়ারি ২০২৬
জোটের আসন সমঝোতা চূড়ান্ত ঘোষণা কবে, জানালেন জামায়াত আমির
  • ১২ জানুয়ারি ২০২৬
খাতা মূল্যায়নে গাফিলতি, ৫ বছরের জন্য শাস্তি পেলেন ৪ শিক্ষক
  • ১২ জানুয়ারি ২০২৬
দেশের স্বার্থে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেন
  • ১২ জানুয়ারি ২০২৬
মতলব উত্তরে অনলাইন প্রতারক চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪
  • ১২ জানুয়ারি ২০২৬
সরকারি ক্যাম্পেইনের ব্যানারে ‘ধানের শীষে ভোট দিন’ লেখা নিয়ে…
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9