একসঙ্গে পুলিশের ১৮ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২২, ১১:৪৩ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৩ PM
বাংলাদেশ পুলিশের ১১ জন অতিরিক্ত পুলিশ সুপার এবং সাতজন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে একসঙ্গে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।
এতে বলা হয়, বদলিকৃত কর্মকর্তারা তাদের নতুন কর্মস্থলে যোগদানের জন্য আগামী ২১ ডিসেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করবেন। অন্যথায় তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য হবেন।
আরও পড়ুন: স্ত্রী বলল, আমি পুলিশ ক্যাডারে প্রথম হয়েছি
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে এই আদেশ কার্যকর থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। বদলি হওয়া কর্মকর্তাদের তালিকা দেখতে নিচে দেয়া হলো-
