ডিজিটাল বাংলাদেশ দিবস আজ

ডিজিটাল বাংলাদেশ দিবস আজ
ডিজিটাল বাংলাদেশ দিবস আজ  © টিডিসি ফটো

‘প্রগতিশীল প্রযুক্তি, অন্তর্ভুক্তিমূলক উন্নতি’ প্রতিপাদ্য নিয়ে আজ (১২ ডিসেম্বর) দেশে পালিত হচ্ছে ডিজিটাল বাংলাদেশ দিবস। এই নিয়ে দেশে দিবসটি উদযাপন করা হচ্ছে ষষ্ঠবারের মতো। ১২ ডিসেম্বরকে ডিজিটাল বাংলাদেশ দিবস হিসেবে পালন করছে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।

২০০৮ সালে আওয়ামী লীগ তাদের নির্বাচনী ইশতেহারে ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের ঘোষণা দেয়। যা পরবর্তীতে রূপকল্প-২০২১ হিসেবে ঠিক করে কাজ শুরু করে সরকার। সরকার ১২ ডিসেম্বরকে রাষ্ট্রীয়ভাবে পালনের ঘোষণা দেয় ২০১৭ সালের ২৭ নভেম্বর। এছাড়াও ২৬ নভেম্বর ২০১৮ তারিখে আইসিটি দিবসের পরিবর্তে এ দিনকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। 

দিবসটি উদযাপন উপলক্ষে সোমবার আইসিটি বিভাগে (আইসিটি টাওয়ার, আগারগাঁও) স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নেতৃত্বে বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমসহ বিভাগ, অধিদফতর সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত থাকার কথা রয়েছে। 

এছাড়াও, দিবসটি উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘প্রগতিশীল প্রযুক্তি, অন্তর্ভুক্তিমূলক উন্নতি’ শীর্ষক আয়োজন রয়েছে কার্যসূচিতে। এতে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকার কথা রয়েছে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্তিক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহ, আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকও এতে উপস্থিত থাকবেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence