বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার নিন্দা পেশাজীবি পরিষদের

০৭ ডিসেম্বর ২০২২, ০৯:১১ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৯ PM
বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার নিন্দা পেশাজীবি পরিষদের

বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার নিন্দা পেশাজীবি পরিষদের © টিডিসি ফটো

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনাকে বর্বরোচিত উল্লেখ করে এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদ। বুধবার (৭ ডিসেম্বর) সম্মিলিত পেশাজীবি পরিষদের পক্ষ থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়। 

যৌথ বিবৃতিতে সংগঠনের আহবায়ক প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন ও সদস্য সচিব সাংবাদিক কাদের গনি চৌধুরী  বলেন, নয়াপল্টন এলাকায় বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ১০ তারিখের গণসমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে উপস্থিত নেতা-কর্মীদের ওপর নির্বিচারে টিয়ারসেল নিক্ষেপ, হামলা, লাঠিচার্জ ও গুলি, বিএনপি অফিসের ভেতরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর; সেখানে টিয়ারগ্যাস ছুড়ে এক শ্বাসরুদ্ধকর অবস্থার সৃষ্টি, অফিসের ভেতরে থাকা মহিলা নেতা- কর্মীদের গ্রেফতার, খুব কাছ থেকে গুলি করে বিএনপির দুইজন কর্মীকে নিষ্ঠুরভাবে হত্যা করেছে পুলিশ। আমরা এই হামলা, হত্যাকাণ্ড ও জাতীয় নেতাদের গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বিবৃতিতে বলা হয়েছে, বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ, ঢাকা মহানগর (উত্তর) বিএনপির আহবায়ক আমান উল্লাহ আমান, ঢাকা মহানগর (দক্ষিণ) বিএনপির আহবায়ক আবদুস সালাম, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ অসংখ্য নেতা-কর্মীকে গ্রেফতার রাষ্ট্রের আইন-শৃঙ্খলা বাহিনীর এই বীভৎস তাণ্ডবের চিত্র। যা দেখে সত্যিই আমরা হতভম্ব।

বিবৃতিতে নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত ও হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নেতৃদ্বয়।

বিবৃতিতে পেশাজীবী নেতারা বলেন, ‘১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ হওয়ার কথা, যা বানচাল করতেই সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে পুলিশ ও আওয়ামী হেলমেট বাহিনীকে লেলিয়ে দিয়েছে। পুলিশের প্রত্যক্ষ মদদে লাঠিসোটা ও অস্ত্র সজ্জিত আওয়ামী লীগের হেলমেট গুণ্ডবাহিনী কর্তৃক বিএনপির কার্যালয়ে হামলা দেশে গুন্ডাতন্ত্র কায়েমের আরেক দৃষ্টান্ত স্থাপন করেছে। একটি গণতান্ত্রিক রাষ্ট্র এটি কল্পনাও করা যায় না।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ভোটের আগের রাতে ব্যালট পেপারে সিল মেরে ব্যালট বক্সভর্তি করে জোর করে ক্ষমতা দখলকারী গণধিকৃত এই সরকার ক্ষমতা হারানোর ভয়ে ক্রমেই বেসামাল হয়ে পড়েছে। দুর্নীতি, দুঃশাসন, লুটপাট, গুম, খুন, ক্রসফায়ার, ধর্ষণ, বিনা বিচারে হত্যা ও আয়নাঘর স্থাপন করে ভিন্নমতের নেতা-কর্মীদের আটকে রেখে নির্যাতন এবং জুলুম-নিপীড়নের কারণে ফ্যাসিস্ট সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে।’

‘তারা ভাবছে পুলিশ ও দলীয় অস্ত্রধারীদের লেলিয়ে দিয়ে খুন করে, জেলেপুড়ে, জুলুম-নিপীড়ন চালিয়ে এবং সভা-সমাবেশে পণ্ড করে ক্ষমতায় আঁকড়ে থাকবে। আমরা ফ্যাসিস্ট সরকারকে হুশিয়ার করে জানিয়ে দিতে চাই, খুন করে, রক্তঝরিয়ে বেশি দিন ক্ষমতায় টিকে থাকা যায় না। দেশের জনগণ আজ দুঃশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। তারা দুঃশাসনের অবসান চায়। তারা বাঁচার মতো বাঁচতে চায়। তারা স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চায়। জনগণের এ আকাঙ্ক্ষাকে ধারণ করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদ দেশ পরিচালনায় ব্যর্থ সরকারের পদত্যাগ দাবি করছে।’

বিবৃতিতে দেশের দেশবাসীকে দুঃশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানো আহবান জানান পেশাজীবী নেতারা।

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ
  • ১১ জানুয়ারি ২০২৬
৩৯ বছর পর ম্যানসিটির ১০ গোলের তাণ্ডব, লন্ডভন্ড এক্সটার সিটি
  • ১১ জানুয়ারি ২০২৬
বল বাসার চালে পড়ায় গরম পানি নিক্ষেপ; দগ্ধ হয়ে বার্ন ইউনিটে …
  • ১১ জানুয়ারি ২০২৬
সুখটান দেওয়া বিড়ির মধ্যেও দাঁড়িপাল্লার দাওয়াত: বিতর্কিত …
  • ১১ জানুয়ারি ২০২৬
নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে ‘আরেকবার চেষ্টা করে দেখার…
  • ১১ জানুয়ারি ২০২৬
চট্টগ্রামে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9