নম্বর দিয়ে শিক্ষার্থীদের মান যাচাই না করতে শিক্ষামন্ত্রীর অনুরোধ

২৭ অক্টোবর ২০২২, ০৪:৫৭ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:০৩ AM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © সংগৃহীত

শুধু পরীক্ষার নম্বর দিয়ে শিক্ষার্থীদের মান যাচাই না করার অনুরোধ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, ‘আমার শিক্ষার্থী কত নম্বর পেল সেটা দিয়ে মান যাচাই করা ঠিক না। শুধু নম্বর দিয়ে মান যাচাই করা যাবে না। এখানে নম্বর মূল বিষয় না। সে আসলে কতটা শিখল, কতটা মানুষ হলো, মূল্যবোধ নিয়ে মানুষ হলো সেটা বিবেচ্য বিষয়।’

মন্ত্রী বলেন, ‘আমাদের নতুন শিক্ষাক্রম সেইভাবেই তৈরি করছি। হয়তো আমরা সকল শিক্ষকের মতামত নিতে পারিনি কিন্তু সেখানে সবাই ছিলেন। সবাই শিক্ষক।

দীপু মনি বলেন, শিক্ষকের প্রত্যাশা পূরণে আমরা আন্তরিক। আমরা সবাই বিশ্বাস করি, শিক্ষকের কাছে প্রত্যাশা করবো, কিন্তু শিক্ষকের প্রত্যাশা পূরণ করবো না– তা হয় না। আমাদের যে সীমাবদ্ধতা আছে সেগুলো কাটিয়ে উঠতে হবে। শিক্ষকের আর্থিক-সামাজিক নিরাপত্তা ও সম্মানের ব্যবস্থা করতে হবে।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ান অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডের জন্য মনোনীত ফখরুল কন্যা শামারুহ

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা ভালো কিছু চাইলে ভালো পরিবেশ তৈরি করতে হবে। অবকাঠামো উন্নয়ন যেমন জরুরি তার চেয়ে বেশি জরুরি শিক্ষার পরিবেশ তৈরি করা। সেই পরিবেশ শুধু ইট-কাঠ-বালুর অবকাঠামো দিয়ে হয় না, সেই পরিবেশ শুধুমাত্র প্রযুক্তি দিয়ে হবে না। শিক্ষকের মনে যদি প্রশান্তি থাকে, শিক্ষকের মনে যদি উৎসাহ থাকে, তাহলে শিক্ষার পরিবেশ সত্যিই যথার্থ হয়ে উঠবে। কাজেই আমরা সেই জায়গায় পৌঁছাতে চাই। সেই সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে চেষ্টা করছি।’

পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁসের মতো নিন্দনীয় ও অনৈতিক কাজ থেকে বিরত থাকতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেছেন, ‘কোনো শিক্ষক প্রশ্নফাঁস করলে তার দায় গোটা শিক্ষক সমাজের ওপর বর্তায়। পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁস বন্ধ হলেও দু-একজন শিক্ষকের মাধ্যমে এমন ঘটনা ঘটছে।’

সন্তানদের শিক্ষা ভাতা ১৫০০ টাকা বৃদ্ধির সুপারিশ পে-কমিশনের,…
  • ২২ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জের ৩টি আসনে প্রার্থী চূড়ান্ত: প্রতীক পেলেন ২৭ জন
  • ২২ জানুয়ারি ২০২৬
প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হ…
  • ২২ জানুয়ারি ২০২৬
রুয়েট ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ১৪ ভর্তিচ্ছু
  • ২২ জানুয়ারি ২০২৬
কালীগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ শটগানের গো…
  • ২২ জানুয়ারি ২০২৬
বহিষ্কার হলেন বিএনপির আরেক নেতা দেলোয়ার হোসেন
  • ২২ জানুয়ারি ২০২৬