বিএনপির সমাবেশের আগে বরিশালে দুইদিনের বাস ধর্মঘট

২৬ অক্টোবর ২০২২, ০৫:৩৮ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:৩৫ AM
বাস ধর্মঘট

বাস ধর্মঘট © সংগৃহীত

বিএনপির বিভাগীয় মহাসমাবেশের এক দিন আগে থেকে বাস ধর্মঘটের ঘোষণা দিয়েছে বরিশাল জেলা বাস মালিক গ্রুপ। যদিও এই ধর্মঘট ডাকার পেছনে মহাসড়কে থ্রি হুইলার চলাচল বন্ধ করার দাবি জানিয়েছে বাস মালিক গ্রুপ।

আগামী ৫ নভেম্বর বিএনপির বরিশাল বিভাগীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা। ৪ ও ৫ নভেম্বর ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়েছে।

বুধবার (২৬ অক্টোবর) দুপুরে বাস ধর্মঘটের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক কিশোর কুমার দে।

তিনি বলেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে মহাসড়কে থ্রি-হুইলার চলাচলে নিষেধাজ্ঞা জারি করলেও অবৈধভাবে এসব যানবাহন চলছে মহাসড়কে। পদ্মা সেতু চালুর পর ঢাকা বরিশাল মহাসড়কে দূরপাল্লার বাসের সংখ্যা বেড়ে যাওয়ায় থ্রি-হুইলারের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। দিনে দিনে দুর্ঘটনার সংখ্যাও বাড়ছে।

কিশোর কুমার দে বলেন, আমরা বরিশাল বিভাগের ৬ জেলার বাস মালিক সমিতিসহ ফরিদপুর ও মাদারীপুরের বাস মালিক সমিতি মিলে মহাসড়কে থ্রি-হুইলারসহ অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবি জানিয়েছি। যাত্রী সাধারণের নির্বিঘ্ন ও নিরাপদ যাতায়াতের লক্ষ্যে ৩ নভেম্বরের মধ্যে থ্রি-হুইলার চলাচল বন্ধ করা না হলে ৪-৫ নভেম্বর বাস মালিক ও শ্রমিক মিলে কর্মবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে।

এ সিদ্ধান্তের সঙ্গে বিভাগের বাকি ৫ জেলা এবং মাদারীপুর ও ফরিদপুর জেলা মালিক সমিতি একাত্মতা পোষণ করেছে। কর্মবিরতির ফলে ওই দুই দিন বরিশালের কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ থেকে আঞ্চলিক ও দূরপাল্লার বাসসহ সব ধরনের বাস, মিনিবাস চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন শ্রমিক নেতারা।

আগামী ৫ নভেম্বর বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে বাস ধর্মঘটের কর্মসূচি ডাকা হয়েছে কিনা জানতে চাইলে বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক কিশোর কুমার বলেন, বিএনপি কী সমাবেশ করছে বা কবে করছে, সেটা আমরা কিছুই জানি না। থ্রি-হুইলার বন্ধের দাবি ও বাস ধর্মঘটের বিষয়টি নিয়ে আরও মাসখানেক আগে থেকে মিটিং চলছে। আমাদের সিদ্ধান্তের সঙ্গে বিএনপির সমাবেশের কোনো সম্পর্ক নেই।

তবে বাস বন্ধের বিষয়ে বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, বিএনপির বরিশাল বিভাগীয় গণসমাবেশ কীভাবে বানচাল করা যায়, সেই চেষ্টা করা হচ্ছে সবদিক থেকে। কেন তাদের ৪ ও ৫ নভেম্বর বাস বন্ধ রাখতে হবে? ৫ নভেম্বর বিএনপির সমাবেশে যাতে কেউ আসতে না পারে সেই দিকে নজর রেখেই এসব ষড়যন্ত্র।

৫০তম বিসিএসের ২০০ প্রশ্নে ১৭৭ বানান ভুল
  • ৩১ জানুয়ারি ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে ভর্তি আবেদনের শেষ সুযোগ আজ
  • ৩১ জানুয়ারি ২০২৬
সাতক্ষীরার তিন আসনে শক্ত অবস্থানে জামায়াত, একটিতে হাড্ডাহাড…
  • ৩১ জানুয়ারি ২০২৬
এইচএসসি পাসেই চাকরি আকিজ গ্রুপে, পদ ১৫, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি’
  • ৩১ জানুয়ারি ২০২৬
প্রধানমন্ত্রীর বাসভবন হবে গণভবনের পাশেই
  • ৩১ জানুয়ারি ২০২৬