মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ালো বাংলাদেশ ব্যাংক

লোগো
লোগো  © সংগৃহীত

মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার ৫.৫% থেকে বাড়িয়ে ৫.৭৫% করেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত মুদ্রানীতি কমিটির (এমপিসি) ৫৬তম সভায় এ সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংক। আগামী ২ অক্টোবর থেকে কার্যকর হবে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বিপরীতে বর্তমান ৪% সুদহার অপরিবর্তিত থাকবে।

এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ পতনের পরে অর্থনৈতিক পুনরুদ্ধার সত্ত্বেও, বিশ্বব্যাপী চাহিদা এবং সরবরাহের মধ্যে ভারসাম্যহীনতা এখনও বিদ্যমান। কারণ চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সরবরাহ চেইন সমস্যা আরও খারাপ হয়েছে। এর ফলে ২০২১ সালের শুরু থেকে বিশ্ববাজারে বেশিরভাগ পণ্যের দাম বেড়েছে।

আরও পড়ুন: অধ্যাপক নেবে বাংলাদেশ বিজনেস ইউনিভার্সিটি।

বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশ মার্কিন যুক্তরাষ্ট্রও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতিগত সুদের হার বাড়িয়েছে। বৈশ্বিক বিশিষ্ট অর্থনীতিবিদরা সতর্ক করেছেন যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে সরবরাহ শৃঙ্খল বিঘ্নিত হওয়ার কারণে একটি নতুন মন্দা আসছে।

মুদ্রানীতির অনুযায়ী মূলত ঋণের প্রাপ্যতা, মুদ্রাস্ফীতি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ন্ত্রণ করতে কেন্দ্রীয় ব্যাংক স্বল্প মেয়াদে ব্যাংকগুলোকে অর্থ ধার দেয়।

উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, রিজার্ভ কমে দাঁড়িয়েছে ৩৬.৯৮ বিলিয়ন ডলারে। গত বছরের একই সময়ে রিজার্ভ ছিল ৪৬.১৯ বিলিয়ন ডলার। আমদানি ব্যয় পরিশোধের জন্য কেন্দ্রীয় ব্যাংক বেশ কয়েকটি ব্যাংকের কাছে ৭০ মিলিয়ন ডলার বিক্রি করার পরে রিজার্ভ কমে গেছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence