প্রথমের বদলে দ্বিতীয় পত্রের প্রশ্ন বিতরণ

যশোরের এসএসসির বাংলা ২য় পত্রের বহুনির্বাচনি পরীক্ষা স্থগিত

এসএসসি পরীক্ষা
এসএসসি পরীক্ষা   © প্রতীকী ছবি

যশোর শিক্ষা বোর্ডের ২০২২ সালের এসএসসি পরীক্ষায় বাংলা (আবশ্যিক) ২য় পত্র (১০২) বিষয়ের বহুনির্বাচনি পরীক্ষা স্থগিত করা হয়েছে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আহসান হাবীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘অনিবার্য কারণবশতঃ আগামী ১৭-০৯-২২২ খ্রি. তারিখ শনিবার অনুষ্ঠেয় বাংলা (আবশ্যিক) ২য় পত্র (১০২) বিষয়ের বহুনির্বাচনি (MCQ) পরীক্ষা স্থগিত করা হলো। উক্ত বিষয়ের শুধুমাত্র সৃজনশীল (CQ) পরীক্ষা অনুষ্ঠিত হবে (সময় সকাল ১১ টা হতে দুপুর ১২:৪০ মিনিট পর্যন্ত)।’ 

এতে আরও বলা হয়, ‘বাংলা (আবশ্যিক) ২য় পত্র (১০২) বিষয়ের বহুনির্বাচনি (MCQ) পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে। বিষয়টি অতীব জরুরি।’

জানতে চাইলে যশোর বোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. মো. আহসান হাবীব বলেন, ভুলবশত নড়াইলের কালিয়া উপজেলার একটি এসএসসি পরীক্ষাকেন্দ্রে বাংলা প্রথম পত্রের পরীক্ষার সময় বাংলা দ্বিতীয় পত্রের বহুনির্বাচনী প্রশ্নপত্র (এমসিকিউ) বিতরণ করা হয়েছে। এ খবরটি যখন চারদিকে ছড়িয়ে পড়ে তখন আমরা ঝুঁকি নিতে চাইনি। পরে আমরা সিদ্ধান্ত করে এ পরীক্ষা স্থগিতে সিদ্ধান্ত নিয়েছি।

কখন স্থগিত পরীক্ষা নেওয়া হবে জানতে চাইলে বোর্ড চেয়ারম্যান বলেন, এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ের মধ্যে আমরা স্থগিত পরীক্ষা নিয়ে নেব। পরীক্ষা চলাকালীন রুটিনের যেদিন খালি রয়েছে, সময় করে সেদিনই এ পরীক্ষা নেয়া হবে। এ বিষয়ে শিগগিরই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence