এক মাসের বিদ্যুৎ বিল ১১ লাখ টাকা!

১৬ সেপ্টেম্বর ২০২২, ০৫:৪৩ PM
বিলের কপি

বিলের কপি © সংগৃহীত

পাবনায় চাটমোহরে এক গ্রাহকের এক মাসের বিদ্যুৎ বিল এসেছে ১০ লাখ ৮২ হাজার ৬১ টাকা! যদিও এর আগের মাসে তার বিদ্যুৎ বিল ছিল মাত্র ৮২২ টাকা। তবে চলতি বছরের সেপ্টেম্বরে এটি দাঁড়িয়েছে ১০ লাখ ৮২ হাজার ৬১ টাকায়! তবে তার বাড়িতে শুধুমাত্র একটি পল্লী বিদ্যুতের মিটার রয়েছে।

সম্প্রতি পাবনার চাটমোহর পৌরশহরের জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী গ্রাহকের নাম শ্রী অধীর কুমার সরকার। এ নিয়ে স্থানীয়ভাবে নানা আলোচনার তৈরি হয়েছে।

এদিকে মিটার মালিক ও তার পরিবার সূত্র জানিয়েছে, ‘গত ছয় মাসে পরিবারের কোন সদস্য এ বাড়িতে ছিলেন না। বাড়ি দেখাশোনার জন্য শুধুমাত্র কেয়ারটেকার ছিলেন।’

এ ব্যাপারে কেয়ারটেকার স্বপন আচার্য জানান, ‘মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি বিদ্যুৎ বিলের কাগজ হাতে পান। কিন্তু বিল দেখে চমকে যান। কারণ বিদ্যুৎ ব্যবহার দেখানো হয়েছে ৯০ হাজার ১৫০ ইউনিট। নির্ধারিত সময়ে বিল পরিশোধ করতে হবে ১০ লাখ ৮২ হাজার ৬১ টাকা। এ সময়ের মধ্যে বিল পরিশোধ না করলে জরিমানাসহ দিতে হবে ১১ লাখ ৩৩ হাজার ৫৮৭ টাকা। এক্ষেত্রে জরিমানাই ধরা হয়েছে ৫১ হাজার ৫২৬ টাকা। বিলটির প্রস্ততকারক ঘরে আসমা ও এজিএমের (অর্থ) সই রয়েছে।’

তিনি আরও জানান, ‘বাসার নিচের মার্কেটের দোকানগুলোর প্রত্যেকটির আলাদা মিটার রয়েছে। কোনো পার্শ্ব সংযোগ দেওয়া নেই। পল্লী বিদ্যুতের এমন ভুতুড়ে বিলে তারা দুশ্চিন্তায় রয়েছেন।’

আরও পড়ুন : আলোচনায় নেই ছাত্রলীগের কক্ষ দখল, শিক্ষার্থী-নির্যাতন ইস্যু

এ ব্যাপারে চাটমোহরের বাসিন্দা ফিরোজ হোসেন বলেন, ‘এটা কেমন করে সম্ভব! বিলটিতে দুজন কর্মকর্তা সই করলেন কিছু না দেখেই? বিল প্রস্তুত করার ক্ষেত্রে আরও সচেতন হওয়া প্রয়োজন।’

তবে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বিল প্রস্তুতকারী আসমা খাতুন বলেন, এটা ভুলবশত হয়েছে।

পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার মো. আকমল হোসেন বলেন, ‘বিষয়টি জানার পর বিল প্রস্ততকারককে কারণ দর্শাতে (শোকজ) বলা হয়েছে। যে গ্রাহকের বিলে এমন হয়েছে তার সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে।’

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ
  • ১১ জানুয়ারি ২০২৬
৩৯ বছর পর ম্যানসিটির ১০ গোলের তাণ্ডব, লন্ডভন্ড এক্সটার সিটি
  • ১১ জানুয়ারি ২০২৬
বল বাসার চালে পড়ায় গরম পানি নিক্ষেপ; দগ্ধ হয়ে বার্ন ইউনিটে …
  • ১১ জানুয়ারি ২০২৬
সুখটান দেওয়া বিড়ির মধ্যেও দাঁড়িপাল্লার দাওয়াত: বিতর্কিত …
  • ১১ জানুয়ারি ২০২৬
নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে ‘আরেকবার চেষ্টা করে দেখার…
  • ১১ জানুয়ারি ২০২৬
চট্টগ্রামে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9