রাজধানীতে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষার্থীদের বিক্ষোভ   © টিডিসি ফটো

রাজধানীতে প্রাইভেটকারের ধাক্কায় সহপাঠী মৃত্যুর ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে তেজগাঁও জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) রোবায়েত হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, সকালে বৃষ্টির মধ্যেই ফার্মগেটে মূল-সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। এরপর বিজয় সরণি মোড়ে দুপুর ১টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। 

বিক্ষোভ ও সড়কে অবস্থান কর্মসূচিতে রাজধানীর সরকারি বিজ্ঞান স্কুল ও কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি আরও কয়েকটি স্কুল এবং কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। এতে ফার্মগেটসহ এর পার্শ্ববর্তী এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে রাজধানীর বিভিন্ন সড়কে যানজট তৈরি হয়। 
শহিদুল ইসলাম নামে এক শিক্ষার্থী জানান, ‘আমাদের কলেজের স্কুলের সামনে দিয়ে যত্রতত্রভাবে গাড়ি চলাচল করে। অনেক গতিতে গাড়ি চলাচল করলেও পুলিশ কখনো ব্যবস্থা নেয়নি। আমার এক সহপাঠী খুন হলো। বিচার কখনো হয় না। তাই বিচারের দাবিতে আমরা সড়ক অবরোধ করেছি।’

সরকারি বিজ্ঞান স্কুল ও কলেজের শিক্ষার্থী রনি জানান, ‘আমরা চাই নিরাপদ সড়ক। শুধু আমাদের সহপাঠী কেন, কোনো শিক্ষার্থীর যেন সড়কে নির্মমভাবে মৃত্যু না হয় সেটা নিশ্চিত করার দায়িত্ব পুলিশের।’

আরও পড়ুন : চবি শিক্ষকের নামে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগপত্র জমা

এ ব্যাপারে এডিসি রোবায়েত হাসান জানান, ‘রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার বিজি প্রেসের সামনের রাস্তা পার হওয়ার সময় প্রাইভেটকারের ধাক্কায় আলী হোসেন নামে এক শিক্ষার্থী নিহত হয়। সে সরকারি বিজ্ঞান কলেজের দশম শ্রেণির ছাত্র ছিল।’

তিনি আরও জানান, শিক্ষার্থী নিহতের ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা হয়েছে। ঘাতক প্রাইভেটকার ও গাড়িচালককে শনাক্ত করা হয়েছে। 

এর আগে, রোববার (১১ সেপ্টেম্বর) সকাল পৌনে ৭টার দিকে একটি প্রাইভেটকারের ধাক্কায় আহত হন আলী হোসেন। তিনি সরকারি বিজ্ঞান কলেজের ছাত্র। পরে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 


সর্বশেষ সংবাদ