পাবলিক বিশ্ববিদ্যালয়ে দলীয় ভিত্তিতে ভিসি-প্রোভিসি নিয়োগ দেওয়া হয়েছে

২৪ এপ্রিল ২০২৫, ১১:১৯ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০১:০৭ PM
অধ্যাপক কামরুল হাসান মামুন

অধ্যাপক কামরুল হাসান মামুন © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক ড. কামরুল হাসান মামুন বলেছেন, ‘অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধিকাংশ ভিসি-প্রোভিসি নিয়োগ দেয়া হয়েছে দলীয় ভিত্তিতে। যেহেতু কোনো রাজনৈতিক দল এখন ক্ষমতায় নাই, তাই অন্তর্বর্তীকালীন সরকার জামায়াত-বিএনপির শিক্ষকদের মধ্যে থেকেই অধিকাংশ ভিসি-প্রোভিসি নিয়োগ দিয়েছে।’

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া একটি পোস্টে এসব কথা লিখেন তিনি।

ড. কামরুল হাসান মামুন আরো বলেন, ‘ভিসি-প্রোভিসি নিয়োগ দলীয়ভাবে দিতে গিয়ে ব্যালেন্স করতে হয়েছে। ব্যালেন্স করতে গিয়ে এমন হয়েছে যে, কোনো বিশ্ববিদ্যালয়ে ভিসি বিএনপির হলে একজন বা দুজন প্রোভিসি জামায়াতের, আবার ভিসি জামায়াতের হলে একজন বা দুজন প্রোভিসি বিএনপির। এর ফলে ভিসি প্রোভিসি দ্বন্দ্ব তৈরি হচ্ছে। যার ফলে প্রশাসনে এক ধরনের বিভাজন চলছে। কুয়েটে যা ঘটেছে তা অনেকটা এমনই। ফলে সেখানে ভিসির সঙ্গে প্রোভিসিকেও সরিয়ে দেয়া হয়েছে।’

কুয়েটের প্রসঙ্গ টেনে তিনি আরো বলেন, ‘বরিশালেও এমন দ্বন্দ্ব চলছে। আর তেমন প্রকাশ্য নয়, তবে এখনো কিন্তু অনেক বিশ্ববিদ্যালয়েই দ্বন্দ্ব চলমান এবং এর ফলে বিশ্ববিদ্যালয়ের ক্ষতি হচ্ছে। বর্তমান বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে এটি এখন একটা মারাত্মক সংকট। কেন দল দেখেই দিতে নিয়োগ হলো? সুযোগ ছিলো দেশ এবং বিদেশ থেকে পরীক্ষিত স্কলারদের নিয়োগ দেয়ার। সেই সুযোগ আমরা হারালাম।’

নিয়োগ জালিয়াতি: এমপিওভুক্ত ৫ মাদ্রাসা প্রধানের বেতন স্থগিত
  • ০৮ জানুয়ারি ২০২৬
আমি জিয়ার আদর্শে বিশ্বাসী, ক্লিয়ারেন্স না নিয়েই আমাকে কমিটি…
  • ০৮ জানুয়ারি ২০২৬
গণঅধিকার পরিষদে কী হচ্ছে?
  • ০৮ জানুয়ারি ২০২৬
জামাল-জিনাত-সাদেকা হালিমসহ ৬ অধ্যাপককে ‌‘শাস্তি’ দিতে ঢাবির…
  • ০৮ জানুয়ারি ২০২৬
জাতীয় নির্বাচনে ৪ কোটি তরুণ ভোটার আসলেই কী বিএনপির বড় চ্যাল…
  • ০৮ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী শিমুল রাজধানীতে আটক
  • ০৮ জানুয়ারি ২০২৬