ব্রিটিশ শাসনামলের মোরেলের কুঠিবাড়ি
- এস এম মানজুরুল ইসলাম সাজিদ
- প্রকাশ: ২২ জুলাই ২০২৩, ১০:১৫ AM , আপডেট: ১৯ মার্চ ২০২৪, ০৯:২৩ AM
বাগেরহাটের মোরেলগঞ্জে অযত্ন-অবহেলা আর সংস্কারের অভাবে নষ্ট হওয়ার পথে মোরেলের কুঠিবাড়ি। এটি মোরেল সাহেবদের নীলকুঠি নামে পরিচিত। রবার্ট মোরেলের নামানুসারে প্রতিষ্ঠিত বাগেরহাটের মোরেলগঞ্জের কুঠিবাড়িটি।
সংরক্ষণ না করায় ইংরেজ শাসনামলের কালের সাক্ষী অত্যাচারী মোরেলের শেষ স্মৃতিচিহ্ন কালের গর্ভে হারিয়ে যাচ্ছে।
স্থাপনটি পানগুছি নদীর পশ্চিমপাড়ে অবস্থিত।এখন এটি পরিত্যক্ত ভবন মাত্র।
সংস্কার ও সংরক্ষণে মাধ্যমে স্থানটি পর্যাটন স্পট গড়েতোলা সম্ভব।