৭ দাবিতে ভেটেরিনারি কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

৭ দাবিতে ভেটেরিনারি কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ
৭ দাবিতে ভেটেরিনারি কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ  © সংগৃহীত

ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রি প্রদানসহ ৭ দফা দাবিতে ফের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সরকারি ভেটেরিনারি কলেজের শিক্ষার্থীরা। রবিবার (২৬ জুন) সকাল ৮টা থেকে কলেজের প্রধান ফটকের সামনে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

এতে বন্ধ রয়েছে ওই সড়কে সকল যান চলাচল। সড়ক অবরোধের কারণে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। পায়ে হেটে যাত্রীদের যাতায়াত করতে দেখা গেছে।

সজিব নামে এক শিক্ষার্থীরা জানান, ভর্তি বিজ্ঞপ্তিতে ডিভিএম ডিগ্রী দেওয়ার কথা থাকলেও কলেজ কর্তৃপক্ষ বিএসসি ভেট সাইন্স এন্ড এএইচএস ডিগ্রী প্রদান করার চেষ্টা করছে। তাতে শিক্ষার্থীদের আগামীতে চাকরির ক্ষেত্রে নানা সমস্যার সম্মুখীন হতে হবে। তাই তারা ডিভিএম ডিগ্রীর দাবি জানিয়েছেন।

আরও পড়ুন: শেকৃবির অধিভুক্ত হচ্ছে ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ

এর আগে মানববন্ধন, সড়ক অবরোধ, খুলনা প্রাণী সম্পদের বিভাগের কর্মকর্তাকে অবরুদ্ধ করার পরও তাদের দাবি মানা হয়নি। যে কারণে আজ আবারও তারা নতুন করে সড়ক অবরোধ শুরু করেছেন শিক্ষার্থীরা।


সর্বশেষ সংবাদ