শিক্ষকদের ক্লাস-পরীক্ষা বর্জন ময়মনসিংহ মেডিকেল কলেজে

২৮ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৩৬ PM
ময়মনসিংহ মেডিকেল কলেজ

ময়মনসিংহ মেডিকেল কলেজ © ফাইল ছবি

ময়মনসিংহ মেডিকেল কলেজের এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ ওঠার ঘটনাকে ‘অপবাদ’ হিসেবে আখ্যায়িত করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষকরা। এ ঘটনায় আজ সোমবার (২৮ ফেব্রুয়ারি) ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার দাবিতে শিক্ষকরা ক্লাস ও পরীক্ষা বর্জন করেন। 

এর আগে, গত বৃহস্পতিবার রাতে শিক্ষকদের এক সভা থেকে ৪৮ ঘণ্টা লাগাতার ক্লাস ও পরীক্ষা বর্জনের কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। তবে হাসপাতালের চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন শিক্ষকরা। 

এ ধারাবাহিকতায় আজ সোমবার সকাল থেকে শিক্ষকরা কোনও ক্লাসে যোগ দেননি। শিক্ষার্থীরাও ক্লাসে আসেননি। গোটা ক্যাম্পাস প্রায় ফাঁকা ছিল।

আন্দোলনরত শিক্ষক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক মনির হোসেন ভূঁইয়া বলেন, তদন্তের মাধ্যমে দোষীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে ক্লাস-পরীক্ষা বর্জন করা হয়েছে। আজসকাল থেকে কোনও শিক্ষক ও শিক্ষার্থী ক্লাসে আসেননি বলে জানান তিনি।

জানা যায়, ময়মনসিংহ মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের  এর বিরুদ্ধে এম-৫৩ ব্যাচের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ এনে ২৩ ফেব্রুয়ারি কলেজ ক্যাম্পাসে অধ্যাপকের অপসারণ দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে। এরই প্রতিবাদে গতকাল রবিবার কলেজের সর্বস্তরের শিক্ষক চিকিৎসক শিক্ষার্থীরা একজোট হয়ে দোষীদের বিচার দাবিতে আন্দোলনে নামেনে।

বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ দেবে অফিসার ক্যাডেট, চলছে আবেদন
  • ০৬ জানুয়ারি ২০২৬
শিবিরকে বলব, ছলচাতুরি বাদ দিয়ে সিরাতাল মুস্তাকিমের পথে চলুন…
  • ০৬ জানুয়ারি ২০২৬
জকসু নির্বাচনে ৬৫ শতাংশ ভোট পড়ার আশা প্রধান নির্বাচন কমিশনা…
  • ০৬ জানুয়ারি ২০২৬
সরকারি জমি দখল নিয়ে কেন্দুয়ায় সংঘর্ষ, আহত ২৬
  • ০৬ জানুয়ারি ২০২৬
মোস্তাফিজ কি ক্ষতিপূরণ পাবেন? যা বলছে আইপিএল কর্তৃপক্ষ
  • ০৬ জানুয়ারি ২০২৬
ক্ষতিপূরণ পেতে মুস্তাফিজের সামনে যেসব আইনি পথ খোলা থাকছে
  • ০৬ জানুয়ারি ২০২৬