৩০ জানুয়ারি থেকে ফাজিল পরীক্ষা হচ্ছে না

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়  © লোগো

আগামী ৩০ জানুয়ারি থেকে অনুষ্ঠিতব্য ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ফাজিল (স্নাতক) পাস প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ সোমবার (২৪ জানুয়ারি) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করে জানান, ৩০ জানুয়ারি থেকে অনুষ্ঠিতব্য ফাজিল পরীক্ষা স্থগিত করা হয়েছে। 

আরও পড়ুন: দুই দশকে সাত বিশ্ববিদ্যালয় ভিসির পদত্যাগ

জানা গেছে, আগামী ৩০ জানুয়ারি থেকে ১১ এপ্রিল পর্যন্ত ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় পরিচালিত ফাজিল (স্নাতক) পাস প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। গত ৫ জানুয়ারি এ পরীক্ষার সূচি প্রকাশ করা হয়।

আরও পড়ুন: যেভাবে রাত কেটেছে শাবিপ্রবি ভিসির

কিন্তু গত ২১ জানুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক নির্দেশনায় সব স্কুল-কলেজ ও সমপর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে সশরীরে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়। এরপর গতকাল রবিবার (২৩ জানুয়ারি) ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় জানিয়েছিল, ফাজিল (স্নাতক) পাস প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে নেয়া হবে। তবে আজ  এ পরীক্ষা স্থগিত ঘোষণা করা হলো।

আরও পড়ুন: আইসিসি বর্ষসেরা ক্রিকেটার শাহীন শাহ আফ্রিদি

এ বিষয়ে বিকেল চারটায় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যম্পাসকে জানান, আগামী ৩০ জানুয়ারি থেকে অনুষ্ঠিতব্য ফাজিল পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিষয়টি নিয়ে সভা ডাকা হয়েছে। সেখানে পরীক্ষার পুরো সূচি স্থগিত করা হবে নাকি শুধু আগামী ৬ তারিখ পর্যন্ত স্থগিত করা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এরপর জানিয়ে দেওয়া হবে বলে তিনি জানান।


সর্বশেষ সংবাদ