জাতির কল্যাণে কওমী মাদ্রাসার অবদান অনস্বীকার্য: বাবুনগরী

০১ জানুয়ারি ২০২১, ০৫:৪৪ PM
আল্লামা জুনায়েদ বাবুনগরী

আল্লামা জুনায়েদ বাবুনগরী © ফাইল ফটো

হেফাজতে ইসলামের আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, মুসলিম উম্মাহর ঈমান-আক্বিদা রক্ষা ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সংরক্ষণে কওমী মাদ্রাসা ও ওলামায়ে হক্কানির অবদান ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ আছে, থাকবে।

আজ শুক্রবার বাদ জুমা চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসা বার্ষিক মাহফিল ও দস্তারবন্দী সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বাবুনগরী বলেন, বর্বরতার যুগের সেই মানুষগুলোকে সরল সঠিক পথ সীরাতে মুস্তাকিমের উপর ফিরিয়ে আমার জন্য মক্কায় দারে আরকম এবং মদীনায় সুফফারা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন। বর্তমান প্রচলিত কওমী মাদরাসা সমূহ সেই দারে আরকম আর সুফফা মাদ্রাসার শাখা।

তিনি বলেন, কওমী মাদ্রাসা সমূহ মুসলিম উম্মাহর ঈমান আকিদা সংরক্ষণের মজবুত দূর্গ। প্রতিষ্ঠালগ্ন থেকে কওমী মাদরাসা দেশ ও জাতীর বিশাল খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছে।

সূরা জুমুআর ২নং আয়াত উল্লেখ করে বাবুনগরী বলেন, পবিত্র কোরআনে নবী-রাসুলদের (আ.) মৌলিক চারটি কাজের কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা এ প্রসঙ্গে ইরশাদ করেন, “তোমাদের মধ্যে একজন রাসুল প্রেরণ করেছেন, যিনি তাদেরকে তাঁর আয়াতগুলো পড়ে শোনান, তাদেরকে পরিশুদ্ধ করেন এবং কিতাব ও হিকমত শিক্ষা দেন। অথচ এর আগে তারা সুস্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত ছিল।”

ঠাকুরগাঁও-১: মির্জা ফখরুল ও জামায়াত প্রার্থী দেলাওয়ারের মনো…
  • ০৩ জানুয়ারি ২০২৬
জুলাই আন্দোলনে হামলার পলাতক আসামি আ.লীগ নেতার মনোনয়ন বৈধ
  • ০৩ জানুয়ারি ২০২৬
হোয়াটসঅ্যাপে কেউ আপনাকে ব্লক করেছে কি না, বুঝবেন যেভাবে
  • ০৩ জানুয়ারি ২০২৬
গুম কমিশনের মেয়াদ বাড়ল
  • ০৩ জানুয়ারি ২০২৬
শরীয়তপুরে ছুরিকাঘাত ও আগুনে দগ্ধ সেই ব্যবসায়ীর মৃত্যু
  • ০৩ জানুয়ারি ২০২৬
অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন শেষ ১২ জানুয়ারি
  • ০৩ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!