কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সভাপতি মাহমুদুল, মহাসচিব মাহফুজুল

মাওলানা মাহমুদুল হাসান সভাপতি, সাজিদুর রহমান জ্যেষ্ঠ সহ-সভাপতি এবং মাহফুজুল হক মহাসচিব
মাওলানা মাহমুদুল হাসান সভাপতি, সাজিদুর রহমান জ্যেষ্ঠ সহ-সভাপতি এবং মাহফুজুল হক মহাসচিব  © সংগৃহীত

বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়ার (বেফাক) কমিটি পুনর্গঠিত হয়েছে। এতে আবারও মাওলানা মাহমুদুল হাসান সভাপতি, সাজিদুর রহমান জ্যেষ্ঠ সহ-সভাপতি এবং মাহফুজুল হক মহাসচিব নির্বাচিত হয়েছেন।

আজ শনিবার রাজধানীর যাত্রাবাড়ী জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া মাদ্রাসা মিলনায়তনে বেফাকের সম্মেলন ও সাধারণ সভায় এ কমিটি হয়।

জানা গেছে, সারা দেশ থেকে বেফাকের প্রায় তিন হাজার সদস্য সাধারণ সভায় অংশ নেন। সভায় বেফাকের মজলিসে শুরা পুনর্গঠিত কমিটির প্রস্তাব উপস্থাপন করলে সাধারণ সভার সদস্যদের মতামতের ভিত্তিতে কমিটি অনুমোদিত হয়। পরে বেফাকের ১৫ সদস্যের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ, ১৫০ সদস্যের আমেলা এবং ২৮৫ সদস্যের মজলিসে শুরার নাম সাধারণ সভায় ঘোষণা করা হয়।

বেফাকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেফাকের এই সম্মেলনে ১২টি প্রস্তাব গৃহীত এবং ১০টি নির্দেশনা প্রদান করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা; কারাবন্দী আলেমদের মুক্তি ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা; জাতীয় শিক্ষাব্যবস্থা থেকে ইসলামবিরোধী ভাবধারা দূরীকরণ এবং শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করা।

সম্মেলনের শুরুতে মাওলানা সাজিদুর রহমান স্বাগত এবং মাহমুদুল হাসান উদ্বোধনী বক্তব্য দেন। বেফাকের গত পাঁচ বছরের প্রতিবেদন প্রকাশ করেন মহাসচিব মাওলানা মাহফুজুল হক।


সর্বশেষ সংবাদ