মো. আবু রায়হানের দুটো কবিতা

০৭ সেপ্টেম্বর ২০১৯, ০৮:১৩ PM

স্বপ্ন বিলাসী

পড়ন্ত বিকেল কিংবা স্নিগ্ধ সকাল হলেও একদিন তোমাকে আসতেই হবে,
হও না প্রভাতের দুর্বা ঘাসের শিশির কিংবা উত্তাল সাগরের এলোকেশে ঝড়,
ডুবন্ত মনটাকে ভাসাতে, বাঁচাতে, আশা মনে জাগাতে,
একদিন তোমাকে আসতেই হবে।

দরিয়ার গর্জনে ভয়হীন পথে নব প্রেরণা, উদ্যমে
নির্ভীক সন্তরণে পুষ্প শয্যা সাজাতে,
অমর কাব্যের প্রতিটি পংক্তির শ্লোকে নিজেকে আঁকাতে,
একদিন তোমাকে আসতেই হবে।

রংধনুর সাত রঙে রাঙিয়ে প্রভাতের সবিতার মৃদু বিচ্ছুরণে হাসাতে,
গোধূলি বেলায় হাতটি বাড়িয়ে আঁধারে, আলিঙ্গনে আমাকেও সঙে নিতে একদিন,
সেদিন তোমাকে আসতেই হবে।

নিকষ কালো অন্ধকারের গহ্বরের হারিয়ে, আবার দুটো অস্তিত্ব প্রভাতে জাগাতে,
তোমার জন্যই তোমাকে একদিন আসতেই হবে।

ছদ্মবেশী

মুখের ওপরের কালো পর্দা
সরে গেছে,জেগেছে মুখাবয়ব,
শোক অভিমান ভুলে
কাছে আসতে ইচ্ছে করবে খুব।
ভিড়বেই সেও শিঘ্রই কাছে,
সরেনি কষ্টের কালো গিলাফ,
তোমার ইশারায় শিঘ্রই দেবে
তোমার প্রেমে ডুব।

রাবির সাংবাদিকতা বিভাগে প্রথিতযশা দুই সাংবাদিকের নামে শিক্ষ…
  • ২৫ জানুয়ারি ২০২৬
জামায়াত-ছাত্রী সংস্থার নারী কর্মীরা ভোট চাইতে গেলে পুলিশ ডে…
  • ২৫ জানুয়ারি ২০২৬
ডাকসু নিয়ে মন্তব্য, দুঃখ প্রকাশ করে যা বললেন সেই জামায়াত নে…
  • ২৫ জানুয়ারি ২০২৬
নির্বাচন কমিশনকে নিরপেক্ষতা ও স্বচ্ছ ভোট গণনা নিশ্চিত করতে …
  • ২৫ জানুয়ারি ২০২৬
সরকারি হচ্ছে আরও একটি স্কুল
  • ২৫ জানুয়ারি ২০২৬
বেতনভাতা বৃদ্ধি সঙ্গে সঙ্গে ঘুষসহ অবৈধ লেনদেনও বাড়ে, বোঝা ব…
  • ২৫ জানুয়ারি ২০২৬