শিক্ষক দিবসে শিক্ষার্থীদের যত প্রত্যাশা
শিক্ষকদের বলা হয় জ্ঞানের আলো ছড়ানোর পথপ্রদর্শক। তাদের অসীম পরিশ্রম আর নিষ্ঠার ফলেই আমরা প্রতিনিয়ত জীবনের নানান সমস্যার সমাধান খুঁজে পাই, এগিয়ে যাই সামনের দিকে। বিশ্ব শিক্ষক দিবস, যা প্রতি বছর ৫ অক্টোবর পালিত হয়, শিক্ষকদের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশের একটি বিশেষ দিন। ১৯৯৪ সালে ইউনেস্কো এই দিনটিকে প্রতিষ্ঠিত করে, এবং সেই থেকে শিক্ষকদের অবদানকে বিশ্বজুড়ে স্মরণ করা হয়। রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা এই দিনে তাদের শিক্ষকদের প্রতি ভালোবাসা এবং বেশকিছু প্রত্যাশা প্রকাশ করেছেন। তাদের কথাগুলো তুলে ধরেছেন— আমান উল্যাহ আলভী।
‘শিক্ষক-শিক্ষার্থীরা যেন একসঙ্গে কাজ করে জ্ঞান ও মননের বিকাশ ঘটাতে পারে’
আমার জীবনের প্রতিটি পদক্ষেপে শিক্ষকের দিকনির্দেশনা অপরিহার্য। একজন আদর্শ শিক্ষক যেমন ছাত্রকে শুধু বইয়ের জ্ঞান দেন না, তেমনি জীবনের নানা বিষয়ও শিখিয়ে দেন। তবে আজকের শিক্ষাব্যবস্থায় কিছু পরিবর্তন দরকার। আমরা মুখস্থ বিদ্যার পেছনে ছুটছি, অথচ নতুন চিন্তাধারা ও সৃজনশীলতার দিকে গুরুত্ব কম। তাই আমাদের শিক্ষাব্যবস্থা সংস্কার করে এমন একটি পরিবেশ তৈরি করা উচিত, যেখানে শিক্ষক-শিক্ষার্থীরা একসঙ্গে কাজ করে জ্ঞান ও মননের বিকাশ ঘটাতে পারে। শিক্ষক দিবসে আমার এই প্রত্যাশা, যেন শিক্ষকরা আমাদের আরও প্রেরণা দিয়ে প্রকৃত শিক্ষার আলোর দিকে ধাবিত করেন।
সাকিলা পারভীন, সমাজবিজ্ঞান বিভাগ
‘শিক্ষকরা যেন সবসময় আমাদের পাশে থাকেন’
শিক্ষক হলেন একজন পথপ্রদর্শক, যিনি ছাত্রছাত্রীদের জীবন গড়ে তোলেন। আজকের সমাজে শিক্ষকতা একটি চ্যালেঞ্জিং পেশা, তবে এর মহত্ত্ব এখনো অপরিবর্তিত। একজন ভালো শিক্ষকের অনুপ্রেরণায় শিক্ষার্থীরা শুধু ভালো মানুষই হয় না, বরং সমাজের উন্নয়নের পথপ্রদর্শকও হতে পারে। শিক্ষকদের প্রতি আমার গভীর কৃতজ্ঞতা, কারণ তাদের পরামর্শ ও নির্দেশনা ছাড়া সঠিক পথে চলা অনেক কঠিন। বিশ্ব শিক্ষক দিবসে আমার প্রত্যাশা, আমাদের শিক্ষকেরা সবসময় আমাদের পাশে থাকবেন এবং আমাদের শিখতে, চিন্তা করতে, এবং নিজেদের বিকাশ ঘটাতে সাহায্য করবেন।
মো. আবুসাইদ, গণিত বিভাগ
‘শিক্ষকদের কাছে জীবনের প্রকৃত শিক্ষা অর্জন করবেন শিক্ষার্থীরা’
শিক্ষকের প্রভাব জীবনের প্রতিটি মুহূর্তে অনুভব করি। শিক্ষকরা যে শুধু পড়াশোনার বিষয় শেখান তা নয়, বরং তারা আমাদের জীবনের বিভিন্ন সমস্যা সমাধানে উপযুক্ত পথও দেখান। আজকের দিনে আমি আমার শিক্ষকদের কাছে কৃতজ্ঞ। একজন শিক্ষার্থী হিসেবে আমি আশা করি, আমাদের শিক্ষাব্যবস্থায় এমন পরিবর্তন আসবে যেখানে শিক্ষার্থীরা শুধু পরীক্ষার ফলাফলের ওপর নির্ভর করবে না, বরং তারা শিক্ষকদের কাছে জীবনের প্রকৃত শিক্ষা অর্জন করবে। বিশ্ব শিক্ষক দিবসের এই বিশেষ দিনে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি সেই সব শিক্ষকদের যারা জ্ঞানের আলো ছড়িয়েছেন। আমার পক্ষ থেকে সকল শিক্ষকদের 'শিক্ষক দিবস'-এর শুভেচ্ছা। ভালো থাকুক পৃথিবীর সকল শিক্ষক।
তানজিলা আক্তার (লতা), প্রাণিবিদ্যা বিভাগ
আরও পড়ুন: শিক্ষাগুরুর মর্যাদা ও পরিবর্তনের রূপকারদের গল্প
‘শিক্ষকরা শিক্ষার্থীদের বুদ্ধিমত্তা এবং মানসিক বিকাশে সাহায্য করবেন’
শিক্ষক মানে শুধু বইয়ের পৃষ্ঠায় সীমাবদ্ধ নয়, তারা জীবনের প্রতিটি মুহূর্তে আমাদের সহায়তা করেন। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের শিক্ষাব্যবস্থায় কিছু পরিবর্তন দরকার। বর্তমান সময়ে কিছু শিক্ষক শুধু পরীক্ষা আর গ্রেডের দিকে বেশি গুরুত্ব দেন। কিন্তু একজন প্রকৃত শিক্ষকের কাজ হলো আমাদের বুদ্ধিমত্তা এবং মানসিক বিকাশে সাহায্য করা। বিশ্ব শিক্ষক দিবসে আমি আশা করি, শিক্ষকদের সঙ্গে আমাদের সম্পর্ক আরও মজবুত হবে, এবং তারা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রেরণা দিতে থাকবেন।
এম আই সিয়াম মৃধা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি