১৫২ বছরে পা দিল রাজশাহী কলেজ

পাখির চোখে রাজশাহী কলেজ
পাখির চোখে রাজশাহী কলেজ  © সংগৃহীত

১৫১ বছর পেরিয়ে ১৫২তম বছরে পা রাখলো হিরণ্ময় ঐতিহ্যের ধারক দেশসেরা রাজশাহী কলেজ। ১৮৭৩ সালে প্রতিষ্ঠিত কলেজটি বাংলাদেশের শিক্ষা ও সংস্কৃতির বিকাশে এক অনন্য ভূমিকা পালন করে আসছে। ১৫১ বছরের পথ পরিক্রমায় কলেজটিতে গড়ে উঠেছে সুসংহত ও দৃষ্টিনন্দন অবকাঠামো এবং শিক্ষা সহায়ক সুন্দর পরিকাঠামো। প্রতিষ্ঠানটির নান্দনিক সৌন্দর্য বৃদ্ধি ও একাডেমিক উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ করার ফলে উন্নত ও মানসম্মত শিক্ষার প্রসারে রাজশাহী কলেজ হয়ে উঠেছে দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ।

সোমবার (১ এপ্রিল) গৌরবোজ্জ্বল দিনটিকে স্মরণীয় করে রাখতে রাজশাহী কলেজ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, কলেজের প্রামান্য চিত্র প্রদশর্নী, বেলুন ও ফেস্টুন উড়ানো ও প্রতিষ্ঠা দিবসের কেক কাটা হয়। 

প্রতিষ্ঠা দিবস উদ্যাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহা. আব্দুল খালেক। আরও উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ হলেন ড. মো. ইব্রাহিম আলী , সদ্য সাবেক  উপাধ্যক্ষ প্রফেসর মোহা. ওলিউর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আব্দুল্লাহ আল মাহমুদ, প্রতিষ্ঠা দিবস উদ্যাপন কমিটির আহ্বায়ক অধ্যপক ড. মো. সেরাজ উদ্দীন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা-কর্মচারী এবং প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ।
 
এদিন সকালে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নেতৃত্বে রাজশাহী কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থীবৃন্দ ও অন্যান্যদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে কলেজ প্রশাসন ভবনের সামনে এসে শেষ হয়। এরপর বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহা. আব্দুল খালেক। 

এসময় সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকেই এতদাঞ্চলে শিক্ষা বিস্তারে রাজশাহী কলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। মানসম্মত শিক্ষা ও দক্ষ মানবসম্পদ তৈরিতে রাজশাহী কলেজ ভবিষ্যতেও অনন্য ভূমিকা পালন করে যাবে বলে শাবাদ ব্যক্ত করেন। 

সভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেক বিনয়াবনত চিত্তে স্মরণ করেন যাদের বদান্যতা, শ্রম ও মেধায় রাজশাহী কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। এছাড়াও প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানের উপস্থিত হবার জন্য তিনি সকলকে আন্তরিক শুভেচ্ছা জানান।

 

সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence