করোনায় প্রাণ গেল কবি নজরুল কলেজের প্রাক্তন উপাধ্যক্ষের

২৭ আগস্ট ২০২০, ১২:৫৭ PM

© সংগৃহীত

রাজধানীর কবি নজরুল সরকারি কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ প্রফেসর মোসফিখা বেগম (অর্থনীতি) কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৬টা ৩৫ মিনিটে ইন্তেকাল করেন তিনি।

করোনায় আক্রান্ত হয়ে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। গত ২৪ আগস্ট তিনি কোমায় চলে যান। কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ম্যাডামকে আমরা অল্প সময়ের জন্য উপাধ্যক্ষ হিসেবে পেয়েছিলাম। এর আগে তিনি ধামরাই সরকারি কলেজের উপাধ্যক্ষ ছিলেন। তবে ঢাকার বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন। আপার ছোটভাই মো. মোহসেন উদ্দিন পদার্থ বিদ্যার অধ্যাপক ও সম্প্রতি গফরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে অবসরে গেছেন।’

তিনি জানান, তার স্বামী অতিরিক্ত এটর্নি জেনারেল ও মুক্তিযোদ্ধা সিমনও কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে একইসাথে চিকিৎসাধীন ছিলেন। তিনি এখন সুস্থ। মোসফিখা বেগমের  লাশ পারিবারিক কবরস্থানে দাফনের জন্য শরীয়তপুরের নড়িয়া নেয়া হচ্ছে।

তার মৃত্যুতে গভীর শোক এবং মরহুমার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কবি নজরুল সরকারি কলেজ পরিবার, কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতি ও শিক্ষা ক্যাডার পরিবার।

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিন : তারেক রহমান
  • ৩০ জানুয়ারি ২০২৬
এআই-ভিত্তিক চ্যালেঞ্জ মোকাবিলায় জিএসআইএমএএলের যাত্রা শুরু
  • ৩০ জানুয়ারি ২০২৬
তরুণদের জন্য এক কোটি সম্মানজনক কর্মসংস্থান সৃষ্টি করতে চায় …
  • ৩০ জানুয়ারি ২০২৬
৪৭ শতাংয়ের বেশি মানুষ মনে করেন তারেক রহমানই হচ্ছেন পরবর্তী …
  • ৩০ জানুয়ারি ২০২৬
শহর বাঁচাও বুড়িগঙ্গা বাঁচবে
  • ৩০ জানুয়ারি ২০২৬
ডা. শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী বানাতে মানুষ মুখিয়ে আছে: ভ…
  • ৩০ জানুয়ারি ২০২৬