করোনায় প্রাণ গেল কবি নজরুল কলেজের প্রাক্তন উপাধ্যক্ষের

২৭ আগস্ট ২০২০, ১২:৫৭ PM

© সংগৃহীত

রাজধানীর কবি নজরুল সরকারি কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ প্রফেসর মোসফিখা বেগম (অর্থনীতি) কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৬টা ৩৫ মিনিটে ইন্তেকাল করেন তিনি।

করোনায় আক্রান্ত হয়ে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। গত ২৪ আগস্ট তিনি কোমায় চলে যান। কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ম্যাডামকে আমরা অল্প সময়ের জন্য উপাধ্যক্ষ হিসেবে পেয়েছিলাম। এর আগে তিনি ধামরাই সরকারি কলেজের উপাধ্যক্ষ ছিলেন। তবে ঢাকার বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন। আপার ছোটভাই মো. মোহসেন উদ্দিন পদার্থ বিদ্যার অধ্যাপক ও সম্প্রতি গফরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে অবসরে গেছেন।’

তিনি জানান, তার স্বামী অতিরিক্ত এটর্নি জেনারেল ও মুক্তিযোদ্ধা সিমনও কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে একইসাথে চিকিৎসাধীন ছিলেন। তিনি এখন সুস্থ। মোসফিখা বেগমের  লাশ পারিবারিক কবরস্থানে দাফনের জন্য শরীয়তপুরের নড়িয়া নেয়া হচ্ছে।

তার মৃত্যুতে গভীর শোক এবং মরহুমার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কবি নজরুল সরকারি কলেজ পরিবার, কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতি ও শিক্ষা ক্যাডার পরিবার।

৩০০ নেতাকর্মীসহ বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন মাহাবুব মাস্…
  • ৩০ জানুয়ারি ২০২৬
চলতি সপ্তাহে একদিন ছুটি নিলেই মিলবে টানা ৪ দিনের ছুটি
  • ৩০ জানুয়ারি ২০২৬
জামায়াত ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন নারীরা: র…
  • ৩০ জানুয়ারি ২০২৬
সেই ‘দুখিনী মা’য়ের সম্মানে সুবর্ণচরকে পৌরসভায় উন্নীত করবে জ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ফেলোশিপে উচ্চশিক্ষার সুযোগ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
ঘুরতে গিয়ে নদীতে গোসলে নেমে নিখোঁজ, তিন ঘণ্টা পর শাকসুর হলে…
  • ৩০ জানুয়ারি ২০২৬