গবেষকদের সতর্কবার্তা
প্রতীকী ছবি © সংগৃহীত
ফাইজার-বায়োএনটেকের কোভিড-১৯ টিকা চোখের স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে—এমনই সতর্কতা উঠে এসেছে নতুন এক গবেষণায়। বিশেষজ্ঞদের মতে, এই টিকা চোখের কর্নিয়ার (চোখের স্বচ্ছ সামনের অংশ) গঠন ও কোষে পরিবর্তন ঘটাতে পারে, যা দীর্ঘমেয়াদে দৃষ্টিশক্তি হ্রাসের ঝুঁকি বাড়াতে পারে। শুক্রবার (১৮ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, তুরস্কের একদল গবেষক ৬৪ জন অংশগ্রহণকারীর চোখে টিকা গ্রহণের আগে ও দ্বিতীয় ডোজের দুই মাস পর কর্নিয়ার অবস্থা পরিমাপ করেন।
গবেষণায় দেখা যায়, টিকা নেওয়ার পর কর্নিয়ার গড় পুরুত্ব ৫২৮ থেকে ৫৪২ মাইক্রোমিটারে বেড়ে যায়, অর্থাৎ প্রায় ২ শতাংশ বৃদ্ধি পায়। একইসঙ্গে কর্নিয়ার ভিতরের এন্ডোথেলিয়াল কোষের সংখ্যা প্রায় ৮ শতাংশ হ্রাস পায়—যা চোখের স্বচ্ছতা ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এছাড়া কোষগুলোর গঠনে বৈচিত্র্য বা অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়। ছয়কোনা কোষের অনুপাত ৫০ শতাংশ থেকে কমে ৪৮ শতাংশে নেমে আসে এবং কোষের আকারে তারতম্যের সূচক (Coefficient of Variation) ৩৯ থেকে বেড়ে ৪২-এ পৌঁছায়—যা কোষে চাপ, প্রদাহ বা কোষ মৃত্যুর ইঙ্গিত দেয়।
বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্যবান ব্যক্তিদের ক্ষেত্রে এসব পরিবর্তন তেমন সমস্যা তৈরি নাও করতে পারে। কিন্তু যাদের চোখে আগে থেকেই সমস্যা আছে, যেমন—চোখে অস্ত্রোপচার হয়েছে বা কর্নিয়া প্রতিস্থাপন করা হয়েছে, তাদের জন্য বিষয়টি উদ্বেগজনক।
গবেষণায় ব্যবহৃত হয়েছে অত্যাধুনিক কর্নিয়াল টোপোগ্রাফি ও স্পেকুলার মাইক্রোস্কোপি যন্ত্র, যার মাধ্যমে অংশগ্রহণকারীদের চোখের পুরুত্ব, কোষের গঠন ও স্বাস্থ্য বিশ্লেষণ করা হয়।
তবে গবেষকরা এখনই কাউকে টিকা না নেওয়ার পরামর্শ দিচ্ছেন না। বরং যাদের চোখ আগে থেকেই দুর্বল বা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, তাদের ক্ষেত্রে কর্নিয়ার অবস্থা নিয়মিত পর্যবেক্ষণে রাখার পরামর্শ দিয়েছেন তারা। গবেষণাটি আরও বৃহৎ পরিসরে অনুসন্ধান চালিয়ে দীর্ঘমেয়াদে এর প্রভাব মূল্যায়নের আহ্বান জানায়।