করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ৬২০
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২২ জুলাই ২০২২, ০৫:০৪ PM , আপডেট: ২২ জুলাই ২০২২, ০৫:১১ PM
২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ৬২০ জন করোনাক্রান্তের পাশপাশি মৃত্যু হয়েছে আরও ২ জনের। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ২৫৮ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ২০ লাখ ৮৯৯ জনে।
শুক্রবার (২২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সারা দেশে গত ২৪ ঘণ্টায় ৮৮০টি ল্যাবে ৭ হাজার ৪১৯ জনের নমুনা পরীক্ষায় নতুন ৬২০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ২০ লাখ ৮৯৯ জনে দাঁড়িয়েছে। এছাড়া গেল ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু দাঁড়াল ২৯ হাজার ২৫৮ জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: ভারতে করোনার নতুন উপ-ধরন শনাক্ত
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮ দশমিক ৩৬ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ।
এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৭৬৫ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৩৩ হাজার ২৫৯ জন।