বিকালে কিংবা কালকের মধ্যেই বিধিনিষেধের প্রজ্ঞাপন: স্বাস্থ্যমন্ত্রী

০৯ জানুয়ারি ২০২২, ০২:১৩ PM
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক © ফাইল ফটো

নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ায় বিধি-নিষেধ আরোপ করতে যাচ্ছে সরকার। আজ রবিবার কিংবা আগামীকাল সোমবারের মধ্যে বিধিনিষেধের প্রজ্ঞাপন জারি হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, আজ বিকাল বা কালকের মধ্যে বিধিনিষেধের প্রজ্ঞাপন জারি হবে। খুব শিগগিরই এর কার্যকারিতা শুরু হবে। 

রবিবার (৯ জানুয়ারি) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দেশের আটটি বিভাগীয় শহরের মেডিকেল কলেজ হাসপাতালে ৪৬০ শয্যা বিশিষ্ট হার্ট, কিডনি ও ক্যান্সার চিকিৎসার সমন্বিত ইউনিট স্থাপনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি একথা জানান। অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয় আয়োজিত এ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আপনারা জানেন সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে, এরই মধ্যে শনাক্তের হার পৌনে ৬ শতাংশে পৌঁছে গেছে এবং এটা প্রতিদিনই ঊর্ধ্বমুখী। যখন থেকে (করোনার সংক্রমণ) বাড়ছে তখন থেকেই সতর্কবানী প্রচার করছি। স্বাস্থ্যবিধি কেউ মানছেন না। যার ফলে শনাক্তের হার বাড়ছে।

এসময় প্রজ্ঞাপন জারির কথা উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনগণকে সচেতন হতে হবে। সবাই আক্রান্ত হতে পারেন, শিশুরাও আক্রান্ত হচ্ছে। সংক্রমণ বেড়ে গেলে কঠিন সিদ্ধান্ত নিতে হবে, সংক্রমণ যে হারে বাড়ছে কঠিন সিদ্ধান্ত নিতে হবে।

করোনাভাইরাসের টিকা এখন ৬ কোটির মতো মজুত আছে জানিয়ে মন্ত্রী বলেন, আমাদের মোট ৩১ কোটি ডোজ টিকার পরিকল্পনা রয়েছে। মানুষের টিকা নেওয়ার আগ্রহ কমে গেছে। টিকাদান কর্মসূচি কমিউনিটি পর্যায়ে নেওয়া হয়েছে। টিকা নেওয়ার ফলে মৃত্যুর হারও কমেছে, কিন্তু মাস্ক না পরলে সংক্রমণ কমানো যাবে না।

অফিসার নিয়োগ দেবে কেয়ার বাংলাদেশ, আবেদন শেষ ১০ জানুয়াারি
  • ০৬ জানুয়ারি ২০২৬
বিএনপিতে যোগ দিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩০০ নেতাকর্…
  • ০৬ জানুয়ারি ২০২৬
২০২৬ সালের এসএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ—২৩…
  • ০৬ জানুয়ারি ২০২৬
শিক্ষকতা কোনো সাধারণ চাকরি নয়, এটি একটি আজীবন দায়িত্ব: শিক্…
  • ০৬ জানুয়ারি ২০২৬
সামনে নাম দেওয়ার আগে ভাবতে হবে: মোস্তাফিজ প্রসঙ্গে সাকিব
  • ০৬ জানুয়ারি ২০২৬
‘যুবলীগ নেতার পরিকল্পনাতেই হাদিকে হত্যা’
  • ০৬ জানুয়ারি ২০২৬