দেশে করোনার নমুনা পরীক্ষা ৭ লাখ ছাড়াল

২৭ জুন ২০২০, ০২:১১ PM

দেশে মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকে নমুনা পরীক্ষা ৭ লাখ ছাড়িয়েছে আজ শনিবার। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ৫০৪ জন সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছে। মারা গেছেন ৩৪ জন। সব মিলিয়ে মারা গেছেন ১ হাজার ৬৯৫ জন। দেশে সব মিলিয়ে শনাক্ত হয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৯৭৮ জন।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে আজ শনিবার এমন তথ্য জানানো হয়। দেশে এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৭ লাখ ১২ হাজার ৯৮টি নমুনা।

ব্রিফিংয়ে বলা হয়, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ১৮৫ জন। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ৫৪ হাজার ৩১৮ জন। নতুন করে মারা যাওয়া ৩৪ জনের মধ্যে ৩২ জন পুরুষ ও ২ জন নারী।

শুক্রবার দেশে করোনায় ৩ হাজার ৮৬৮ জন শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছিল। মারা গিয়েছিলেন ৪০ জন। গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

ব্রিফিংয়ের তথ্যমতে, ১৫ হাজার ১৫৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে গত ২৪ ঘণ্টায়। এর আগের দিন ১৮ হাজার ৪৯৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। দেশে ৫৮টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা করা হয়েছে।

করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানতে সবাইকে অনুরোধ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা। অনলাইন ব্রিফিংয়ে তিনি বলেন, করোনা সংক্রমণে জোনভিত্তিক এলাকা লকডাউনের আওতায় নিয়ে আসার জন্য একটি কমিটি অব্যাহতভাবে কাজ করছেন। তবে এটি স্থায়ী কোন সমাধান নয়।

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে চায়না-বাংলাদেশ পার্টনারশিপ ফোরাম …
  • ২৯ জানুয়ারি ২০২৬
শেরপুর সংঘর্ষে যুবদল নেতার মৃত্যুর তথ্য ফেসবুকে, লাইভে এসে …
  • ২৯ জানুয়ারি ২০২৬
‘উনি ভারতীয় প্ল্যান নিয়ে বাংলাদেশে এসেছেন’‒ কাকে উদ্দেশ্য ক…
  • ২৯ জানুয়ারি ২০২৬
সারোয়ার তুষারের আসনে ব্যালট পেপারে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক না …
  • ২৯ জানুয়ারি ২০২৬
স্বতন্ত্র প্রার্থীর ২ সমর্থককে কুপিয়ে জখমের অভিযোগ ধানের শী…
  • ২৯ জানুয়ারি ২০২৬
জামায়াত আমীরের সাথে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • ২৯ জানুয়ারি ২০২৬