স্বেচ্ছায় করোনা ভাইরাস শরীরে নিলে মিলবে ৬ লাখ টাকা

স্বেচ্ছায় করোনার ভাইরাস শরীরে নিলেই পাওয়া যাবে বাংলাদেশি টাকায় প্রায় ৬ লাখ টাকা— এমনই ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের একদল গবেষক। এর জন্য স্বেচ্ছাসেবীও খুঁজছেন তাঁরা। করোনা ভাইরাসের প্রতিষেধক আবিষ্কারের জন্য মানব শরীরে পরীক্ষামূলকভাবে করোনা ভাইরাসের জীবাণু ঢুকিয়ে এ গবেষণা চালানো হবে।

মঙ্গলবার (১০ মার্চ) অস্ট্রেলিয়াভিত্তিক সংবাদ সংস্থা নাইন নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। এ ধরনের গবেষণার মধ্য দিয়ে করোনার প্রতিষেধক আবিষ্কারে এগিয়ে যাওয়া যাবে বলে মনে করছে যুক্তরাজ্যের গবেষণা সংস্থাটি। যারা এই গবেষণায় স্বেচ্ছাসেবী হিসেবে অংশ নেবেন তাদের প্রত্যেককে পারিশ্রমিক হিসেবে ৭ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ লাখ টাকা) দেওয়ার প্রস্তাব করেছে এইচভিভো নামের লন্ডনভিত্তিক ওই গবেষণা সংস্থা।

প্রতিবেদনে বলা হয়, এই গবেষণায় অংশ নেওয়া স্বেচ্ছাসেবীদের শরীরে করোনা ভাইরাসের জীবাণু ঢুকিয়ে দুই সপ্তাহের জন্য একটি ল্যাবরেটরিতে অন্তরীণ (কোয়ারেন্টাইন) রাখা হবে। এ সময়ে তাদের অন্য কোনো মানুষের সংস্পর্শেও যেতে দেওয়া হবে না। স্বেচ্ছাসেবীদের খাবারের তালিকাও হবে নির্দিষ্ট ডায়েট চার্ট অনুসারে।

একইসঙ্গে সাবধানতার জায়গা থেকে এ গবেষণায় অংশ নেওয়া স্বেচ্ছাসেবীদের শরীরে বর্তমান বিশ্বে ছড়িয়ে পড়া প্রাণঘাতী কভিড-১৯ করোনা ভাইরাসের জীবাণু দেওয়া হবে না, বরং করোনা পরিবারেরই তুলনামূলক মধ্যম মাত্রার অন্য দুই ভাইরাস ০সি-৪৩ ও ২২৯ই-এর জীবাণু সংক্রমিত করা হবে। কিন্তু এ দুই করোনা ভাইরাস নিয়ে গবেষণা করেই কভিড-১৯ করোনা ভাইরাসের প্রতিষেধক আবিষ্কারের পথে এগিয়ে যাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। এইচভিভো জানায়, ২৪ জন করে স্বেচ্ছাসেবীর দল দিয়ে এ গবেষণা পরিচালিত হবে।

এছাড়া প্রতিষ্ঠানটি জানায়, এই গবেষণা পরিচালনায় আমরা সুস্থ সবল স্বেচ্ছাসেবীদের আমন্ত্রণ জানাই। প্রতিষেধক আবিষ্কারে তাদের প্রচেষ্টাকে আমরা স্বাগত জানাই। যারা এতে অংশ নেবেন তাদের কফ ও ঠাণ্ডাজনিত সমস্যা দেখা দিতে পারে।

এতে অংশ নেওয়া স্বেছাসেবীদের কোয়ারেন্টাইনকালে পরিবার বা বন্ধুবান্ধবের সঙ্গে দেখা করতে দেওয়া হবে না। চিকিৎসক ও নার্সরাও এতে সুরক্ষিত পোশাক পরে অংশ নেবেন বলে জানিয়েছে এইচভিভো। এইচভিভোর এ গবেষণা কার্যক্রম এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের মেডিকেল রিসার্চ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠানের অনুমোদনের অপেক্ষায় আছে বলে খবরে জানানো হয়।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence