পেটের মেদ কমাতে সাহায্য করে যে ৭টি শাকসবজি

০১ জুলাই ২০২৪, ১১:৫০ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০৩ PM
পেটের মেদ কমাতে সাহায্য করে যেসব শাকসবজি

পেটের মেদ কমাতে সাহায্য করে যেসব শাকসবজি © সংগৃহীত

পেটের চর্বি কমাতে অনেক কিছুই করে থাকি আমরা। কারণ পেটের অতিরিক্ত চর্বি শারীরিক সৌন্দর্য নষ্ট করার পাশাপাশি বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ায়। তাই পেটে অতিরিক্ত চর্বি থাকলে তা কমিয়ে ফেলতে হবে। পেটের মেদ কমানো কঠিন এক চ্যালেঞ্জ।  তাই পেটের মেদ ঝরাতে সবারই খেয়াল রাখা উচিত। এনডিটিভির প্রতিবেদন এমন ৭টি শাকসবজি নিয়ে কথা বলেছেন বিশেষজ্ঞরা। যেগুলো পেটের মেদ কমাতে সহায়তা করে।

বিশেষজ্ঞদের মতে মেদ কমাতে খাদ্যতালিকায় পুষ্টিকর কিছু খাবার খাওয়া উচিত। বিশেষ করে শাক-সবজি, যাতে পেটের মেদ ঝরবে দ্রুত। তেমনই ৭ সবজি আছে, যা নিয়মিত পাতে রাখলে পেটের মেদ গলবে দ্রুত। মেদ কমাতে রাখবেন যেসব খাবার- 

পালং শাক
পালং শাক নানা ধরনের ভিটামিন ও খনিজে পূর্ণ, এটি পেটের চর্বি কমাতে সাহায্য করে। এতে ক্যালোরি কম ও ফাইবার বেশি, যা দীর্ঘক্ষণ আপনার পেট ভরিয়ে রাখবে। ‘অ্যাপেটাইট’ জার্নালে প্রকাশিত এক সমীক্ষা অনুসারে, পালং শাকে থাকে ৯৫ শতাংশ থাইলাকয়েড, যা ক্ষুধা কমাতে পারে। এছাড়া এই শাকে আছে উচ্চ মাত্রায় ম্যাগনেসিয়াম, যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। এমনকি ওজন নিয়ন্ত্রণেও সহায়তা করে।

ডায়াবেটিস রোগীরা কিছু না জেনে বুঝেই পালং শাক খাচ্ছেন? এই 5 তথ্য যে না  জানলেই নয়... - Bengali News | Eat spinach To keep your body away from  diseases, know all benefits |

ফুলকপি
ফুলকপি খেতে পছন্দ করেন না, এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। ওজন কমাতে সহায়ক ফুলকপি। এতে ক্যালরি কম, আঁশ বেশি, তাই ফুলকপি খেলে দ্রুত পেট ভরে যায়। ফুলকপিতে ইনডোলের মতো যৌগ আছে, যা হরমোন নিয়ন্ত্রণ করতে ও পেটের চর্বি কমাতে সাহায্য করে। ‘জার্নাল অব নিউট্রিশন’ এ প্রকাশিত এক সমীক্ষায় দেখা গেছে, ফুলকপির মতো ক্রুসিফেরাস শাকসবজি বেশি খেলে ভিসারাল ফ্যাট কমে দ্রুত।

লাউ
শরীর ঠান্ডা রাখতে লাউ সবচেয়ে উপযোগী সবজি। এর স্বাস্থ্য উপকারিতা অনেক। পেটের মেদ কমাতেও কিন্তু এই সবজির জুড়ি মেলা ভার। ‘ইন্টারন্যাশনাল জার্নাল অব ফুড সায়েন্সেস অ্যান্ড নিউট্রিশন’ এর এক সমীক্ষা অনুযায়ী, করলায় থাকে প্রচুর পরিমাণে মিনারেল ও উচ্চ ফাইবার। যা ক্ষুধা কমাতে সাহায্য করে।

করলা
তেঁতোস্বাদের জন্য অনেকেই করলা এড়িয়ে যান। তবে এর স্বাস্থ্য উপকারিতা অন্যান্য সবজিকে টেক্কা দিতে পারে। অতিরিক্ত মেদ কমাতেও এই সবজি দারুণ কার্যকরী। ‘বিএমসি কমপ্লিমেন্টারি অ্যান্ড অল্টারনেটিভ মেডিসিন’এ প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, করলার নির্যাস উল্লেখযোগ্যভাবে ইঁদুরের পেটের চর্বি কমাতে সাহায্য করেছে।

গাজর
গাজর শুধু দৃষ্টিশক্তির জন্যই ভালো নয়, এই সবজি পেটের মেদ কমাতেও কার্যকরী ভূমিকা রাখে। গাজরে ক্যালরির পরিমাণ কম, আঁশের পরিমাণ বেশি। ও ফাইবার বেশি থাকে। যা ভিটামিন ও অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর। ‘নিউট্রিশন’ জার্নালে প্রকাশিত এক সমীক্ষা অনুসারে, গাজরের মতো উচ্চ ফাইবার শাকসবজিতে ক্যালোরি থাকে কম। আবার দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখতেও সাহায্য করে।

আরও পড়ুন: ওজন নিয়ন্ত্রণে সকালের নাস্তায় রাখবেন যেসব খাবার

শসা
ওজন কমাতে শসা খুবই কার্যকরী একটি সবজি। যা সালাদ হিসেবেই কমবেশি সবাই খান। জানলে অবাক হবেন, একটি শসায় প্রায় ৯৯ ভাগ পানি থাকে, যা শরীরকে আর্দ্র রাখে। এতে কম ক্যালোরি ও বেশি ফাইবার থাকায় ওজন কমাতে সাহায্য করে ও শরীরের বর্জ্য পদার্থ দূর করতেও সাহায্য করেন। ‘জার্নাল অব হিউম্যান নিউট্রিশন অ্যান্ড ডায়েটিক্স’ এর এক সমীক্ষা অনুসারে, শসার মতো পানিসমৃদ্ধ খাবারগুলো ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। তাই পেটের মেদ কমাতে চাইলে নিয়মিত পাতে শসা রাখতে পারেন।

ভুঁড়ি কমিয়ে সুস্থ থাকুন এই ৫ খাবার খেয়ে | 5 foods to lose belly fat

ব্রকলি
ব্রকলি প্রচুর আঁশসমৃদ্ধ। এতে বিদ্যমান উপাদানসমূহ বাড়তি চর্বি ঝরাতে সহায়তা করে। এটি ফাইবার সমৃদ্ধ ও এতে এমন যৌগ আছে যা ক্যালোরি বার্ন করতে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, ব্রকলি খেলে পেটের নিচে জমা ভিসেরাল ফ্যাট কমে যায়। ব্রকলি ভেজে, সালাদ, স্যুপ ইত্যাদিতে খেলে সুফল মেলে। ‘জার্নাল অব দ্য একাডেমি অব নিউট্রিশন অ্যান্ড ডায়েটিক্স’ এর এক গবেষণায় দেখা গেছে, ব্রোকলি খাওয়ার ফলে পেটের চারপাশে সঞ্চিত চর্বি বা ভিসারাল ফ্যাট দ্রুত কমে।

সূত্র: এনডিটিভি

স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার উপবৃত্তির তথ্য প্রদানের সময় বা…
  • ১৩ জানুয়ারি ২০২৬
কোটিপতি তাহেরীর আয়ের উৎস ব্যাংক আমানতের সুদ
  • ১৩ জানুয়ারি ২০২৬
৬ সংকটে দেশের রেস্তোরাঁ খাত, সমাধান না হলে রাস্তায় নামার হু…
  • ১৩ জানুয়ারি ২০২৬
তারকাদের বাদ দিয়ে বিশ্বকাপের আগে ১৬ সদস্যের দল ঘোষণা করল ও…
  • ১৩ জানুয়ারি ২০২৬
শাকসু নির্বাচন স্থগিতের খবরে বিক্ষোভ, যা বলছে কমিশন
  • ১৩ জানুয়ারি ২০২৬
বন্ধুদের সঙ্গে চা পানের সময় মারা গেলেন কুয়েট শিক্ষার্থী রে…
  • ১৩ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9