উপসচিব হলেন সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল খালেক

মো. আবদুল খালেক
মো. আবদুল খালেক  © সংগৃহীত

উপসচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আবদুল খালেক। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সিনিয়র সহকারী সচিব থেকে পদোন্নতি দিয়ে উপসচিব তাকে করা হয়।

প্রজ্ঞাপনে মোট সাতজন কর্মকর্তাকে সরকারের উপসচিব (ক্যাডার বহির্ভূত) পদে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব,ক্যাডার বহির্ভূত) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। 

মো: আবদুল খালেক ইতোপূর্বে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে ব্যাক্তিগত কর্মকর্তা, পরে সহকারী সচিব হিসেবে অর্থ, পরিকল্পনা, শিক্ষা এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন। এরপর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সর্বশেষ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে কর্মরত ছিলেন।

এদিন উপসচিব হিসেবে আরও পদোন্নতি পেয়েছেন ভূমি মন্ত্রণালয় হিসেবে বদলির আদেশাধীন সিনিয়র সহকারী সচিব মো. নজরুল ইসলাম, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শিরীন সুলতানা, সহকারী ওয়াকফ্ফ প্রশাসক এস. এম. মনিরুজ্জামান, রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ফরহাদ মিঞা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের  সিনিয়র সহকারী সচিব, এস.এম মাহবুবুল হক এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মু. গোলাম মোস্তফা।

তাদের সবাইকে সরাসরি সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর অথবা অনলাইনে যোগদানপত্র দাখিল করতে বলা হয়েছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence