ইউপি সদস্যসহ ১০ জনকে আটক করেছে নৌ–পুলিশ © সংগৃহীত
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীতে বালুবাহী বাল্কহেড থেকে চাঁদা আদায়ের অভিযোগে এক ইউপি সদস্যসহ ১০ জনকে আটক করেছে নৌ–পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে ঘোড়জান এলাকার নদীপথে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। নৌ–পুলিশ সূত্র জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আনুষ্ঠানিকতা শেষে আদালতে পাঠানো হবে।
আটকদের মধ্যে রয়েছেন—ঘোড়জান ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মানিক সিকদার (৫৫), স্বল্পমূল্যের খাদ্যশস্য ডিলার ও ছাত্র সমন্বয়ক পরিচয়ধারী আল আমিন (২৪), নজরুল ইসলাম (৪৫), শহীদুল ইসলাম (৩৫), আব্দুল আলীম (৪০), শরীফুল ইসলাম (৩৫), জাহাঙ্গীর হোসেন (৩৫), ইউনুস আলী (২৬), শহীদুল ইসলাম (৪৫) ও ফরিদ হোসেন (২৬)। সবার ঠিকানা ঘোড়জান ইউনিয়নের রেহাই কাউলিয়া গ্রাম।
স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ সদরের ইজারা নেওয়া বালুমহাল থেকে প্রতিদিন শতাধিক বাল্কহেড বিভিন্ন এলাকায় বালু পরিবহন করে। দীর্ঘদিন ধরে নদীপথে চলাচলকারী এসব নৌযান থেকে একটি চক্র নিয়মিত চাঁদা আদায় করছিল। চাঁদা না দিলে তারা শ্রমিকদের ভয়ভীতি দেখানো, মারধর করা এবং নৌযানের চলাচলে বাধা দেওয়ার মতো কর্মকাণ্ড চালাত। বিশেষ করে মুরাদপুর ও রেহাই কাউলিয়া পয়েন্টে প্রতিদিনই চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে।
চৌহালী নৌ–পুলিশ ফাঁড়ির ওসি ফিরোজ আহম্মেদ জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। অভিযানের সময় একটি ইঞ্জিনচালিত নৌকা, নগদ দুই হাজার টাকা এবং ১০টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।